• facebook
  • twitter
Monday, 8 December, 2025

রঞ্জি ট্রফি ফাইনাল ড্র, কিন্তু খেতাব পেল বিদর্ভ

বিদর্ভ দল ৯ উইকেট হারিয়ে ৩৭৫ রানে খেলা শেষ করে চ্যাম্পিয়ন। বিদর্ভ দল ৫ কোটি টাকা ও রানার্স আপ দল ৩ কোটি টাকা আর্থিক পুরস্কারে সম্মানিত হয়েছে।

এই প্রথম রঞ্জি ট্রফি ক্রিকেট ফাইনালে খেলবার ছাড়পত্র পায় কেরল। তারা মুখোমুখি হয় বিদর্ভ দলের সঙ্গে। খেলায় সরাসরি ফয়সালা হয়নি। তবে ট্রফি পেয়েছে বিদর্ভ। এই নিয়ে বিদর্ভ দল তৃতীয় বারের জন্যে খেতাব জয়ের কৃতিত্ব দেখাল। বিদর্ভ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৭৫ রানে পৌঁছানোর পর খেলাটি ড্র হয়ে যায়। বিদর্ভ প্রথম ইনিংসে ৩৭৯ রান করেছিল। তার জবাবে কেরল ব্যাট করতে নেমে ৩৪২ রানে সবাই আউট হয়ে যায়। বিদর্ভ দল ৩৭ রানে এগিয়ে থাকে প্রথম ইনিংসে। এই এগিয়ে থাকার সুবাদে বিদর্ভ আবার খেতাব জয়ের মাইল স্টোনে নাম লিখিয়ে নেয়। বিদর্ভ এর আগে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ সালে রঞ্জি ট্রফিতে সেরা হয়েছিল।

এখানে উল্লেখ করা যেতে পারে কেরল দল বেশ শক্তিশালী ছিল। দলে ছিলেন না সঞ্জু স্যামসন। অন্যদিকে গত বছর বিদর্ভ দল ফাইনালে হেরে গিয়েছিল মুম্বই দলের কাছে। নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে ফাইনাল খেলায় টসে জিতে কেরল বল করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিনেবিদর্ভ দল ৪ উইকেটে ২৫৪ রান করেছিল। বিদর্ভ দলের করুণ নায়ার দুরন্ত শতরান করেন। করুণ নায়ার প্রথম শ্রেণি ক্রিকেটে নবম শতরান করে সবার নজর কেড়ে নেন। পঞ্চম দিন বিদর্ভ দলের খেলোয়াড়রা বুঝতেই পেরেছিলেন ম্যাচ ড্র হবেই তাই দান না ছেড়ে ব্যাট করেছেন।

Advertisement

বিদর্ভ দল ৯ উইকেট হারিয়ে ৩৭৫ রানে খেলা শেষ করে চ্যাম্পিয়ন। বিদর্ভ দল ৫ কোটি টাকা ও রানার্স আপ দল ৩ কোটি টাকা আর্থিক পুরস্কারে সম্মানিত হয়েছে।

Advertisement

Advertisement