বিধ্বংসী ফর্মটা ধরে রাখলেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের সিঙ্গলসের খেলায় প্রথম রাতে খেলতে নেমেছিলেন নাদাল। আর জন্মদিনের দিন খেলতে নেমে পুরানাে ছন্দেই দেখতে পাওয়া গেল নাদালকে।
প্রতি বছরই তাকে জন্মদিনটা প্যারিসেই পালন করতে হয়, কারণ এই সময়ে চলে ফ্রেঞ্চ ওপেন। গত সতেরােটি জন্মদিনের চোদ্দটাই কেটেছে প্যারিসে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম ছিল না।
Advertisement
গ্যাসকে-কে হারিয়ে তার বিরুদ্ধে নিজের অপরাজিত থাকার নজিরটা আরও শক্তপােক্ত করে ফেললেন। সেই সঙ্গে পৌছে গেলেন তৃতীয় রাউন্ডে। খেলার ফলাফল ৬-০, ৭-৫, ৬-২ সেটে। কাফুর জন্য কোনও সমর্থক মাঠে উপস্থিত ছিলেন না।
Advertisement
Advertisement



