মুম্বইয়ের হার ফ্রেজারের ঝড়ে

Written by SNS April 28, 2024 2:24 pm

দিল্লি– মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাস ঘাঁটলে একটা জিনিস সামনে আসে তা হল শুরুতে হারলেও তারা প্লে অফ যাওয়ার রাস্তা তৈরি করে নেয়৷ এমন কি চ্যাম্পিয়নও হয়ে যায়৷ একবার তো শুরুতে টানা পাঁচ ম্যাচ হেরেও মুম্বই প্লে অফ খেলেছিল৷ চ্যাম্পিয়নও হয়েছিল৷ কিন্ত্ত আগের তিন মরশুমে তাদের সেভাবে দেখা যায়নি৷ মরশুমে শুধুই ব্যর্থতা৷ এবারও তেমন হতে চলেছে৷ মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফ খেলবে, এমন বাজি অতি বড় এম আই ফ্যানও লাগাতে ভয় পাবেন৷ কারন তাঁরা বুঝে গিয়েছেন, মুম্বই এবার আগেই ছিটকে যাবে৷ বরং দিল্লি ক্যাপিটালসের হয়ে গলা ফাটানো যেতে পারে৷ শুরুতে ধাক্কা খেলেও তারা নিজেদের গুছিয়ে নিয়েছে৷

সত্যি বলতে কি জ্যাক ফ্রেজার ম্যাকগুর্ক দলে আসার পর দিল্লিকে অনেক বেশি গোছানো দল হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে৷ অস্ট্রেলিয়ার ফ্রেজারের গত ফ্রেব্রুয়ারিতে জাতীয় দলের হয়ে অভিযেক হয়৷ তবে সেখানে দারুন কিছু করতে না পারলেও আইপিএলে চমক দিচ্ছে৷ আগের ম্যাচে ওপেন করতে দেখা যায়নি৷ কিন্ত্ত শনিবার দিল্লির মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সৌরভরা তঁকে ওপেন পাঠিয়ে দেয়৷ শুধু ফ্রেজার নন, ওপেনে নিয়ে আসা হয় বাংলার অভিযেক পোডে়লকে৷ তাঁদের জুটি শেষ করে দেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের৷ পাওয়ার প্লে-তে ৯২ রান তুলে ম্যাচ তখনই প্রায় নিজেদের দিকে টেনে নেন৷ ফ্রেজার ২৭ বলে করেন ৮৪ রান (১১টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি)৷ অভিযেকও ২৭ বলে করেন ৩৬৷ ৭.৩ ওভারে দিল্লি করে ১১৪ রান৷ আউট হয়ে যান ফ্রেজার৷ অভিযেক আউট হন দলের ১২৭ রানের মাথায়(৯.৪ ওভারে)৷ এই জায়গা থেকে দলকে টেনে তোলার কাজ নিজের দিকে টেনে নেন সাই হোপ (৪১), ঋষভ পন্থ (২৯) ও স্টাবস (৪৮ অপরাজিত)৷ দিল্লির তাই ২৫৮ রানের টার্গেট মুম্বইয়ের উপর চাপিয়ে দিতে অসুবিধা হয়নি৷

দিল্লির মাঠ খুব বেশি বড় নয়৷ এই মাঠে ২৫৮ রান মুম্বই তাড়া করে জিততে পারবে না, এমন ভাবনা কারোর ছিল না৷ তাদের দলে অনেকেই আছেন যারা স্ট্রোক করে খেলতে ভালবাসেন৷ কিন্ত্ত রোহিত (৮), ইশান (২০) ও সুর্যকুমার (২৬) আউট হয়ে যাওয়ার পর আর ভরসা ছিল না পাওয়ার প্লে-তে তিন উইকেট চলে যায় ৬৫ রানের মধ্যেছ এই জায়গা থেকে দলকে টেনে নিয়ে যেতে হলে প্রচন্ড আক্রমনাত্মক ব্যাটিং দরকার৷ এমন ব্যাটিং হার্দিকের কাছ থেকে আগে দেখা গিয়েছে৷ কিন্ত্ত আজকের হার্দিক সেই জায়গায় নেই৷ বল হাতে ২ ওভারে ৪১ রান দেওয়ার পর ভয়ে আর বল করতে আসেননি৷ তিন উইকেট চলে যাওয়ার পর তিনি মাঠে নামেন৷ কিন্ত্ত তিলক বর্মার সঙ্গে জুটিতে সেই ঝড় তুলতে পারলেন না৷ ২৪ বলে ৪৬ রান করে তিনি আউট হলেন৷ ১২.৫ ওভারে ১৪০ রানে পাঁচ উইকেট চলে যাওয়ার পর মুম্বইয়ের হার ছিল সময়ের অপেক্ষা মাত্র৷ সেই হার এল৷ দিল্লির থেকে ১০ রানে পিছিয়ে থেকে মুম্বই দাঁডি়য়ে পড়ল৷ তিলক বর্মা শেষ ওভারের প্রথম বলে রান আউট হলেন ৩২ বলে ৬৩ রান করে৷ টিম ডেভিডের ব্যাট থেকে আসে ৩৭ রান৷ দিল্লির সফল বোলার রসিক সালাম৷ তিনি ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট পান৷