• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মোহনবাগান জেতার লক্ষ্যে শনিবার চ্যালেঞ্জ জানাবে জামশেদপুরকে

লাল-হলুদ শিবিরের অনুশীলনে হেক্টর

প্রতীকী চিত্র

আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মোহনবাগান সুপার জায়ান্টস খেলতে নামছে আইএসএল ফুটবলে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে। আর ইস্টবেঙ্গল খেলতে নামবে বেশ কিছুদিন বাদে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। তাই দুই প্রধানের খেলোয়াড়রা এখন অনুশীলনে ব্যস্ত রয়েছেন। মোহনবাগান ক্লাবের কোচ হোসে মোলিনা অনুশীলনে জোর দিয়েছেন দূরপাল্লার শটের দিকে। তার প্রধান কারণ হল, জামশেদপুরের ফুটবলাররা সবসময় লং পাশে খেলে থাকেন। যার ফলে অনেক সময় রক্ষণভাগে সমস্যা হয়ে দাঁড়ায়। তারপরে যদি দীর্ঘদেহী স্ট্রাইকার থাকেন, তাহলে সেই সুবিধাটা কাজে লাগিয়ে নিতে পারেন। সেই ভাবনাতেই কোচ মোলিনা চাইছেন দলের মধ্যে সমন্বয়টা দৃঢ় করতে। কোনওভাবেই যেন ফাটল না ধরে। আবার ইতিমধ্যেই চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন মোহনবাগানের বিশাল কাইথ ও মনবীর সিংরা।

অন্যদিকে দেশ থেকে ফিরে এসে অনুশীলনে যোগ দিয়ে ফেললেন লাল-হলুদের হেক্টর ইয়ুস্তে। মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচের আগেই তিনি দেশে ফিরে গিয়েছিলেন। দেশ থেকে ফিরে আসতেই তিনি আর অপেক্ষা করেননি মাঠের বাইরে থাকতে। তাই তাঁকে দেখা গেল অনুশীলনের আগেই মাঠের চারদিকে দৌড়তে। এরপরই মাঠের ধারে রিহ্যাব করতেও দ্বিধা করলেন না। তবে ইস্টবেঙ্গল ক্লাবে সমস্যা দেখা দিয়েছে দু’জন ফুটবলার মহমেডানের খেলার দিন লাল-কার্ড দেখায়। সেই কারণে নন্দকুমার ও নাওরেম মহেশ খেলতে পারবেন না নর্থ-ইস্ট দলের বিরুদ্ধে।তবে কোচ অস্কার ব্রুজো এই দুই ফুটবলারের পরিবর্তে পিভি বিষ্ণু ও সায়ন বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে নিয়েছেন। এখন খেলোয়াড়দের ফিটনেসের উপরেই জোর দিচ্ছেন লাল-হলুদ কোচ।

Advertisement

এদিকে সবুজ-মেরুন শিবিরের অনুশীলনে যোগ দিলেন বিশাল কাইথ, আপুইয়া, মনবীর সিংহ এবং লিস্টন কোলাসো। জাতীয় দলের হয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলার জন্য তারা হায়দরাবাদে গিয়েছিলেন। তবে মাত্র আধ ঘণ্টা অনুশীলন করে উঠে আপুইয়া উঠে যাওয়ায় চিন্তা বেড়েছে। অনুশীলন থেকে তিনি সোজা মেডিক্যাল রুমে চলে যান। চোট পেয়েছেন কি না তা নিয়ে জল্পনা চলছে। বাকি দল ভাল ভাবেই অনুশীলন করেছে। গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা এবং আশিস রাইয়ের চোট থাকায় তাঁরা অনুশীলন করেননি। মাঠের ধারে রিহ্যাব করেছেন। মোহনবাগান আইএসএল ফুটবলের লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে। গত ম্যাচে ওড়িশা এফসি’র সঙ্গে ড্র করার ফলে মোহনবাগান আবার জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বলে ছক কষেছেন কোচ হোসে মোলিনা।

Advertisement

Advertisement