সুপার কাপ ফুটবলের শেষ চারের খেলায় বুধবার মোহনবাগান সুপারজায়ান্টস মুখোমুখি হচ্ছে এফসি গোয়ার বিরুদ্ধে। অবশ্যই সবুজ-মেরুন ব্রিগেডের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোচ বাস্তব রায়ের প্রশিক্ষণে মোহনবাগান শিবিরের সব ফুটবলাররা আত্মবিশ্বাসে ভরপুর। এককথায় বলা যায় ফুরফুরে মেজাজে ফুটবলাররা প্রতিপক্ষ দলের বিরুদ্ধে খেলার জন্য তৈরি রয়েছেন। কেউই ভাবতেই পারছেন না মোহনবাগান দলের তরুণ ফুটবলারদের আধিপত্যই বেশি।
তাঁরা যে আগামী দিনে তারকা ফুটবলার, তা স্পষ্ট বোঝা গিয়েছে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে লড়াইয়ের মানসিকতা দেখে। অধিনায়ক দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সাহাল আবদুল সামাদ, আশিফ কুরুনিয়ন এবং মহম্মদ সালাউদ্দিন ও সুহেল ভাটরা অপেক্ষায় রয়েছেন গোয়ার মতো শক্তিশালী দলকে পরাস্ত করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করার জন্য। সেই কারণে খেলার প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষ দলকে চাপে রাখাই প্রধান লক্ষ্য। তবে গোয়ায় বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, যাঁরা মোহনবাগানের মতো দলকে লড়াইয়ের মধ্যে ফেলে দিতে পারেন। বিশেষ করে যে দলে উদান্ত সিংয়ের মতো ফুটবলার রয়েছেন, এটা মনে রাখতে হবে।
Advertisement
কোচ বাস্তব রায় বলেছেন, গোয়ার বিরুদ্ধে অবশ্যই কৌশলগতভাবে খেলতে হবে। মনে রাখতে হবে, আমাদের দলে তরুণ ফুটবলাররা যেভাবে আক্রমণে ঝড় তুলছেন, তা অবশ্যই প্রশংসা করার মতো। এই ধারাকে যদি ধরে রাখতে পারেন ফুটবলাররা, তাহলে জয় নিশ্চিত। ইতিমধ্যেই অভিজ্ঞ ফুটবলাররা বার্তা পাঠিয়েছেন মোহনবাগানের তরুণ ফুটবলারদের কাছে। তাঁদের অভিমত, ফুটবলের রণক্ষেত্রে কাউকেই ছেড়ে কথা বলা যাবে না। প্রতিপক্ষ দলের আক্রমণের উৎস নষ্ট করে দিতে হবে অঙ্কুরেই। তাহলেই খুব সহজেই প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে এলোমেলো করে দেওয়া সম্ভব হবে। গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ বলেছেন, সবুজ-মেরুনের তরুণ ব্রিগেড দুরন্ত ফুটবল খেলছে। মানসিক দিক দিয়ে তাঁরা অনেকটাই এগিয়ে রয়েছেন। তাই হালকা চালে খেলার কোনও জায়গা নেই।
Advertisement
Advertisement



