শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মোহনবাগান সুপারজায়ান্টস আইএসএল ফুটবলে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে। সেই খেলাকে ঘিরে বৃহস্পতিবার থেকেই উত্তেজনা এমন জায়গায় পৌঁছেছে, তা বলার মতো নয়। তার আগেই সবুজ-মেরুন জুনিয়র ব্রিগেড দুরন্ত জয় তুলে নিল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে। এই জয়ের ফলে মোহনবাগানের জুনিয়ররা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে খেলার কৃতিত্ব অর্জন করল। অপরদিকে ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপে মোহনবাগান সুপার জায়েন্টসের অনূর্ধ্ব-১৭ জুনিয়র টিম বুধবার লিগ পর্যায়ে তাদের দ্বিতীয় ম্যাচেই চেন্নাই এফসি কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়েন্টসের অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ দল সারা ভারত ফুটবলের জুনিয়র ও সাব জুনিয়রের ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। মোহনবাগান সুপার জায়েন্টসের অনূর্ধ্ব-১৭ দল ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পাশাপাশি সর্বভারতীয় এলিট জুনিয়র লিগের ফাইনালে উঠেছে।
সারা ভারত জুনিয়র ফুটবল প্রতিযোগিতার প্রতিটি ধাপের চূড়ান্ত পর্যায়ে, একই মরশুমে এমন অভাবনীয় সাফল্য বিশেষ উল্লেখযোগ্য ঘটনা বলা যায়। অনুর্ধ্ব-১৩ ও অনুর্ধ্ব-১৫ পর্যায়ের টিমের প্রধান দায়িত্বে কোচ চঞ্চল সাহার সঙ্গে প্রাক্তন ফুটবলার তনুময় বসু আছেন। অনুর্ধ্ব -১৭ ও রির্জাভ টিমের দায়িত্বে ডিগি কার্ডোজা, বিশ্বজিৎ ঘোষাল ও অভ্র মন্ডলরা দায়িত্ব সামলাছেন। মোহনবাগান সুপার জায়েন্টসের ইয়ুথ ডেভেলপমেন্ট নির্দিষ্ট লক্ষ্যে এভাবে এগিয়ে চলেছে। সেই লক্ষ্যে এই সাফল্য মোহনবাগান সুপার জায়েন্টসের ম্যানেজমেন্টকেও অনুপ্রেরণা দেবে। রাজদীপ পাল থেকে নন্দন রায়ের মতো জুনিয়র ফুটবলাররা উঠে আসছে।
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে অংশগ্রহণকারী ফুটবলাররা আগামীদিনে মোহনবাগান সুপার জায়েন্টসের সিনিয়র দলকে সমৃদ্ধ করবে। দীপেন্দু বিশ্বাস, অভিষেক সূর্যবংশীরা মোহনবাগান সুপার জায়েন্টসের জুনিয়র দল থেকেই উঠে এসেছে।
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এবার ৪টি ধাপে দীর্ঘমেয়াদী সময়ে হচ্ছে। আঞ্চলিক পর্যায় থেকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার প্রতিটি ধাপেই ডেভেলপমেন্ট ফুটবলাররা ভালো ফুটবল খেলছে। ইতিমধ্যে ১৯ম্যাচে তারা ১১টা জয় তুলে নিয়েছে। ১৬ম্যাচে অপরাজিত থেকে ২৫টা গোল করেছে। সন্দীপ মালিক, সাহিল কর, শিবাজিৎ সিং, টাইসন সিং, সের্তো ও শিবম মুন্ডারা তাদের প্রতিভার ঝলক দিচ্ছে। মোহনবাগান সুপার জায়েন্টসের সিনিয়র দলের মত জুনিয়র টিমের সাফল্য অবশ্যই বেশ চমকপ্রদ বটে।