হঠাৎই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মহমেডান স্পাের্টিং ক্লাবের কোচ ইয়ান ল। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে আইলিগ দ্বিতীয় ডিভিশন খেলায় মহমেডান স্পাের্টিং ৪-১ গােলে আরা এফসি কে হারানাের পরেই আচমকা সােশ্যাল মিডিয়ায় ইয়ান ল মহমেডান স্পাের্টিং ক্লাবের কোচের পদ থেকে ইস্তফার কথা নিজেই জানান।
কারণ হিসাবে কিছু জানতে না পারলেও গুঞ্জন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কে কোচের চিড় ধরেছে। এদিনের খেলায় আরার বিপক্ষে মহমেডান দলে খেলােয়াড়দেরকে পরিবর্তন করে ৪-১ গােলে জয় পান।
Advertisement
মহমেডান স্পাের্টিং ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে ক্লাব বিরােধী কাজে কোচ জড়িত থাকায় বহিস্কার করা হল. কোচ ইয়ানল পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
Advertisement
Advertisement



