আগামী ডিসেম্বরে কলকাতা সফরে আসছেন লিওনেল মেসি। সেখানে ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার পাশাপাশি প্রীতি ডার্বি ম্যাচেরও সাক্ষী থাকতে পারেন তিনি। আর এবার জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাতে ১০ লক্ষ টাকা অনুদানও তুলে দিতে পারেন আর্জেন্টাইন এই মহাতারকা।
মূলত, উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের সাহায্যের জন্য এই টাকা দেবেন তিনি। ডিসেম্বরে কলকাতায় মেসিকে সম্মান জানাতে গোট কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। সম্ভবত সেখানেই রাজ্য সরকারের ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রীর হাতে এই টাকা তুলে দিতে পারেন মেসি। বিষয়টি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গোট ট্যুরের অংশ হিসাবে এক স্পনসর জানিয়েছেন, উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য দশ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেবেন। লিওনেল মেসির হাত দিয়েই এই টাকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে।
Advertisement
এছাড়াও, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Advertisement
এদিকে জল্পনা বাড়ছে মেসির কেরল সফরের প্রীতি ম্যাচ ঘিরে। আর্জেন্টিনার একাধিক নামী প্রচারমাধ্যমে দাবি করা হচ্ছে, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচ সম্ভবত বাতিল হতে চলেছে।
এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে কেরল জুড়ে। আয়োজকদের দাবি ইতিমধ্যেই এই ম্যাচের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত মেসি আদৌ কেরলে আসেন কি না ?
Advertisement



