আর্জেন্টিনার প্রীতি ম্যাচে মেসি নেই

Written by SNS March 18, 2024 3:42 pm

নিজস্ব প্রতিনিধি ঃ সামনের দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি৷ আর্জেন্টিনা সংবাদমাধ্যম এমনই দাবি জানিয়ে লিখেছে, পাওলো দিবালা আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন৷ এবার সেই তালিকায় ঢুকে পড়লেন মেসিও৷ যদিও এই দুই ফুটবলারের পরিবর্ত হিসেবে কারও নাম এখনও ঘোষণা করেননি কোচ লিওনেল স্কালোনি৷ খবর রটনা না ঘটনা যাইহোক না কেন, মেসি যে ক্রমাগত চোট আঘাতে ভুগছেন এটা স্পষ্ট৷ আসলে বয়স যে একটা ফ্যাক্টর হয়ে দাঁডি়য়েছে তা মেসির খেলায় ছাপ ফেলতে শুরু করেছে৷ ইন্টার মায়ামির হয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি৷ অনেকে এখন থেকে বলতে শুরু করেছেন, মেসির ক্যারিয়ারের শেষের শুরু হয়ে গিয়েছে৷ নাহলে এত ঘন ঘন চোট পাবেন কেন৷

প্রসঙ্গত বলা যেতে পারে, ২২ ও ২৬ তারিখে আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে যথাক্রমে এল সালভাদোর ও কোস্টারিকার সঙ্গে৷ দুটি খেলা হবে আমেরিকাতেই৷ যেহেতু আমেরিকায় খেলা হবে তাই মাঠে যে মেসি থাকবেন এই নিয়ে কোনও সন্দেহ নেই৷ তবে মেসির যে চোট রয়েছে তা ইন্টার মায়ামির খেলাতেই বোঝা গিয়েছে৷ রবিবার মায়ামির খেলা ছিল ডিসি ইউনাইটেডের সঙ্গে৷ সেই ম্যাচে মায়ামির কোচ জেরার্দো মার্টিনো মাঠে নামাননি মেসিকে৷ তিনি খেলার পর জানিয়েছেন, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় নামতে পারবেন মেসি৷ তার আগে নয়৷ প্রথম খেলা পডে়ছে ৩ এপ্রিল৷ পরের ম্যাচ ১০ এপ্রিল৷ এর আগে দুটি লিগের খেলা আছে মায়ামির৷ সেই ম্যাচে যে আর্জেন্টাইন তারকাকে পাওয়া যাবে না তা পরিষ্কার হয়ে গিয়েছে৷ তবে রবিবার মেসি না খেললেও মায়ামি ৩-১ গোলে জিতেছে৷ লুইস সুয়ারেজ জোড়া গোল করেন৷ প্রশ্ন হল, মেসির পক্ষে কি চোটমুক্ত হয়ে কোপা আমেরিকায় খেলা সম্ভব হবে৷ তারপর রয়েছে প্যারিস অলিম্পিক৷ সেখানে মেসি খেলার ইচ্ছে প্রকাশ করেছেন৷ সুতরাং মেসির চোটের দিকে আর্জেন্টিনা শিবির এখন তাকিয়ে৷