• facebook
  • twitter
Monday, 16 September, 2024

মেন্টর মালিঙ্গা

মুম্বই- এবারের আইপিএলের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। এবং মুম্বই দলকেও সেভাবে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি। তবে লাসিথ মালিঙ্গা এবারে মুম্বইয়ের জার্সি গায়ে মাঠে না নামলেও, মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর হিসাবে তাঁকে দেখা যাবে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলতে নেমে ১১০ ম্যাচ খেলে মালিঙ্গা ১১৭টি উইকেট

ক্রিকেটের মধ্যেই থাকতে চাই: লাসিথ মালিঙ্গা

মুম্বই- এবারের আইপিএলের নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি। এবং মুম্বই দলকেও সেভাবে আগ্রহ প্রকাশ করতে দেখা যায়নি।

তবে লাসিথ মালিঙ্গা এবারে মুম্বইয়ের জার্সি গায়ে মাঠে না নামলেও, মুম্বই ইন্ডিয়ান্স দলের মেন্টর হিসাবে তাঁকে দেখা যাবে। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খেলতে নেমে ১১০ ম্যাচ খেলে মালিঙ্গা ১১৭টি উইকেট সংগ্রহ করেছেন।

তিনি জানান, ‘আমাকে এইরকম একটা সুযোগ দেওয়ার জন্য মুম্বই ইন্ডিয়ান্স দেলের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। মুম্বই এখন আমার দ্বিতীয় বারি হয়ে গিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে আমি দলের হয়ে খেলার জন্য খুব মজা করতাম। এখন মেন্টর হিসেবেও একইভাবে মজা করব এবং এটা একটা নতুন অধ্যায় রচিত হবে আমার ক্রিকেট কেরিয়ারে’।