• facebook
  • twitter
Saturday, 14 December, 2024

চেন্নাইয়ে ফাইনালে বেগুনি ঝড় চান মেন্টর গৌতম গম্ভীর

চেন্নাই– আইপিএলে চেন্নাই মানেই গ্যালারিতে হলুদ রঙের ঢেউ৷ চেন্নাই সুপার কিংসের জার্সির রং হলুদ৷ সেই রঙের জার্সি এবং পতাকায় ঢেকে যায় চিপকের গ্যালারি৷ রবিবার সেই মাঠেই বেগনি রঙের ঢেউ চাইছেন গৌতম গম্ভীর৷ সমর্থকদের কাছে সেই আবেদন কেকেআর মেন্টরের৷ মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজেই জেতে কলকাতা৷ শুরুতে মিচেল স্টার্ক বল হাতে ধাক্কা দেন হায়দরাবাদকে৷ কোনও রান

চেন্নাই– আইপিএলে চেন্নাই মানেই গ্যালারিতে হলুদ রঙের ঢেউ৷ চেন্নাই সুপার কিংসের জার্সির রং হলুদ৷ সেই রঙের জার্সি এবং পতাকায় ঢেকে যায় চিপকের গ্যালারি৷ রবিবার সেই মাঠেই বেগনি রঙের ঢেউ চাইছেন গৌতম গম্ভীর৷ সমর্থকদের কাছে সেই আবেদন কেকেআর মেন্টরের৷ মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সহজেই জেতে কলকাতা৷ শুরুতে মিচেল স্টার্ক বল হাতে ধাক্কা দেন হায়দরাবাদকে৷ কোনও রান না করেই আউট হয়ে যান ম্যাথু হেড৷ সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি হায়দরাবাদ৷ ম্যাচ হেরে যায় তারা৷ ফাইনালে উঠে গম্ভীর সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘২৬ মে বেগনি ঢেউ চাই৷ কেকেআর পরিবার এগিয়ে এসো৷’

ধোনির শ্বশুরবাড়ি কলকাতায়৷ সেই শহরের দল খেলতে যাবে চেন্নাইয়ে৷ ধোনি চেন্নাইকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন৷ এ বারে যদিও লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেন্নাইকে৷ গত বারের চ্যাম্পিয়ন ছিল তারা৷ সেই কারণেই আইপিএলের ফাইনাল এ বার চেন্নাইয়ে৷ সেই মাঠেই বেগনি ঢেউ চাইছেন গম্ভীর৷

প্রথম কোয়ালিফায়ারে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ শেষ হয়ে যায় ১৫৯ রানে৷ ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা৷ বেঙ্কটেশ আয়ার ৫১ রান করেন৷ অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ৫৮ রান৷ তাঁদের ব্যাটে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় কলকাতা৷ হায়দরাবাদের কাছে এখনও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার৷ বুধবার এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে দল জিতবে, সেই দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে হায়দরাবাদ৷ ওই ম্যাচের বিজয়ী ফাইনালে খেলবে কেকেআরের বিরুদ্ধে৷