• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মায়াঙ্ক আগারওয়াল ইংল্যান্ড উড়ে যাচ্ছেন  

করোনায় আক্রান্ত রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে।

BCCI confirms Mayank Agarwal added to India’s Test squad as cover for Rohit Sharma

করোনায় আক্রান্ত রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে।

রোহিত কে নিয়ে বিসিসিআই অতিরিক্ত কোন ঝুঁকি নিতে চায় না। তাই রোহিতের পরিবর্তে মায়াঙ্ক আগারওয়াল কে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়া হলো।

Advertisement

বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিনিয়র নির্বাচক মন্ডলী এই সিদ্ধান্ত নিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল কে দলভুক্ত করার জন্য যেহেতু রোহিত শর্মা করোনায় আক্রান্ত হয়েছেন।

Advertisement

অতিরিক্ত ওপেনার হিসেবে আগরওয়াল দলের সঙ্গে যোগ দেবেন। কারণ ভারতীয় দলে শুভমান গিল ছাড়া আর কোন ওপেনার ব্যাটসম্যান নেই।

লোকেশ রাহুলও চোটের জন্য এই সিরিজ থেকে বাদ হয়ে গেছেন। যদিও প্রস্তুতি ম্যাচে শিখর ভরত ওপেনিংয়ে নেমে নজর কেড়েছেন।

Mayank Agarwal all set to join Indian team ahead of Edgbaston Test

কিন্তু তার পরেও বিসিসিআই অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছে না। সেই জন্যই মায়াঙ্ককে অতিরিক্ত ওপেনার হিসেবে ইংল্যান্ডে পাঠানো হবে।

Advertisement