দিল্লি, ২৭ মার্চ – চিন তাইপের তাও ওয়ানে দ্বাদশ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ভারতের দুই কিশোর শুটার মনু ভাকেদ এবং সৌরভ চৌধুরি কোয়ালিফিকেশন বিশ্বরেকর্ড ভেঙে দিয়ে দশ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জয় করলো বুধবার। ঠিক একমাস আগে দিল্লিতে এই একই ইভেন্টে আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশনের বিশ্বকাপে এই দুইজন সোনা জিতেছিল। ১৭ বছর মনু এবং ১৬ বছর বয়সী সৌরভ চৌধুরী কোয়ালিফিকেশন রাউন্ডে একত্রে ৭৮৪ পয়েন্ট পেয়ে পাঁচদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাশিয়ার দুই শুটারের গড়া বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছে। এই ভারতীয় দুটি পাঁচ দলের ফিইনালে ৪৮৪.৮ পয়েন্ট স্কোর করে চ্যাম্পিয়ন হয়। ভারতের দ্বিতীয় একটি দল যাতে অনুরাধা এবং অভিষেক ভার্মা ছিল তারাও ফাইনালে উঠলেও চতুর্থ স্থান পেয়েছে ৩৭২.১ পয়েন্ট স্কোর করে। ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন বিবৃতি জানিয়ে এই খবর দিয়েছে।
Advertisement
Advertisement



