• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

ঘরের মাঠে ম্যান ইউয়ের লজ্জার হার

টটেনহ্যাম তৃতীয় গোল করে ৭৭ মিনিটে। লুকাস বার্গভালের কর্নার পাপে সারের মাথা ছোঁয়ার পর এগিয়ে এসে গোল করেন ডোমিনিক সোলাঙ্কে। এই গোল হওয়ার পরেই টটেনহ্যামের জয় নিশ্চিত হয়ে যায় ম্যান ইউয়ের বিরুদ্ধে।

প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শোচনীয় অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। রক্ষণভাগের ভুলে তাদের গোল হজম করতে হচ্ছে। ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারের কাছে ০-৩ গোলে হেরে লজ্জায় লুকালো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

এই খেলায় টটেনহ্যাম আরও বেশি গোলে জিতলেও অবাক হওয়ার কোনও কারণ ছিল না। আবার এই ম্যাচে বিতর্ক দেখা দিল ব্রুনো ফের্নান্দেসের লাল কার্ড নিয়েও।

ওল্ড ট্রাফোর্ডের সমর্থকেরা নিজেদের আসনে ঠিক মতো বসার আগেই গোল খেয়ে যায় ম্যান ইউ। সেই বল ধরে ম্যান ইউয়ের চার ফুটবলারকে কাটিয়ে বিপক্ষের বক্সের কাছে পৌঁছে যান মিকি ফান ডে ভেন। সেখান থেকে তাঁর নিচু ক্রসে পা ঠেকিয়ে গোল করেন ব্রেনান জনসন।

দুর্দশা আরও বাড়ে ৪২ মিনিটে। পা পিছলে পড়ে যাওয়ার মুহূর্তে ম্যাডিসনকে ট্যাকল করেন ব্রুনো। রেফারি সরাসরি লাল কার্ড দেখান ব্রুনোকে। কেন ব্রুনো লাল কার্ড দেখলেন, তা নিজেও বুঝতে পারলেন না।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল করে টটেনহ্যাম। এ বার ডান দিক থেকে বল নিয়ে উঠে গিয়েছিলেন জনসন। সেই বল ধরে গোল করেন দেজান কুলুসেভস্কি।

টটেনহ্যাম তৃতীয় গোল করে ৭৭ মিনিটে। লুকাস বার্গভালের কর্নার পাপে সারের মাথা ছোঁয়ার পর এগিয়ে এসে গোল করেন ডোমিনিক সোলাঙ্কে। এই গোল হওয়ার পরেই টটেনহ্যামের জয় নিশ্চিত হয়ে যায় ম্যান ইউয়ের বিরুদ্ধে।