আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মালিঙ্গা

সোমবার জানা গিয়েছিল লাসিথ মালিঙ্গা হয়তো আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খুব সম্ভবত দু’টি ম্যাচ খেলতে পারেন। কিন্তু, মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে জানানো হয় ঘরোয়া ক্রিকেট থেকে লাসিথ মালিঙ্গাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Written by SNS March 27, 2019 8:25 am

লাসিথ মালিঙ্গা (Photo: IANS)

মুম্বই, ১৬ মার্চ – সোমবার জানা গিয়েছিল লাসিথ মালিঙ্গা হয়তো আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে খুব সম্ভবত দু’টি ম্যাচ খেলতে পারেন। কারণ শ্রীলঙ্কা দলের একদিনের ক্রিকেটের অধিনায়ক লাসিথ মালিঙ্গা আসন্ন বিশ্বকাপে দলের বোলিংয়ে প্রধান অস্ত্র হিসেবে পরিচিত। পাশাপাশি একদিনের ক্রিকেটের বিশ্বকাপের কথা মাথায় রেখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেসব ক্রিকেটাররা বিশ্বকাপের দলে জায়গা পাবেন তাঁরা ঘরোয়া ক্রিকেটে অংশ নেবে। কিন্তু, মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের থেকে জানানো হয় ঘরোয়া ক্রিকেট থেকে লাসিথ মালিঙ্গাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আইপিএল ক্রিকেটে খেলতে পারবেন মুম্বইয়ের জার্সি গায়ে। তবে, এর আগে ২০১৮ সালে কোনও ফ্রাঞ্চাইজি লাসিথ মালিঙ্গাকে দলে না নেওয়ায় মুম্বই দলের বোলিং মেন্টর হিসাবে যোগ দিয়েছিলেন।