• facebook
  • twitter
Monday, 15 December, 2025

ভারতের মাটিতেই অবসর নিচ্ছেন বাংলাদেশের মাহমুদুল্লা

২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লার। ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৩৯৫ রান। নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে।

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা অতি আত্মবিশ্বাসে খেলতে এসেছেন ভারতের বিরুদ্ধে। খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার হুমকির স্বরে বলেছিলেন, ভারতকে আমরা ছেড়ে কথা বলছি না। কিন্তু আদপে তা ধোপে টিকল না। বরঞ্চ দুই টেস্ট ম্যাচে যেভাবে বাংলাদেশকে হারতে হয়েছে, তা লজ্জার। ভারতীয় ক্রিকেটাররা যে কোনও শক্তিশালী ক্রিকেট দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে পারে, তা খেলা দেখে বুঝতে পারা গিয়েছে। টেস্ট সিরিজ ভারত দখলে রেখেছে। তারপরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিয়েছে। তারপরেই শোনা যাচ্ছিল, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মাহমুদুল্লা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেবেন। সেই জল্পনাই সত্যি হতে চলেছে।

বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে খেলবেন না। অর্থাৎ অবসর নিচ্ছেন। আগামী শনিবার হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে তৃতীয় বা শেষ টি-টোয়েন্টি ম্যাচে অংশ খেলবেন। তারপরেই তিনি অবসর নেবেন। অর্থাৎ ভারতের মাটিতে টি-টোয়েন্টি ম্যাচে শেষ ম্যাচটি খেলবেন। তিনি বলেছেন, এখন থেকে আমি শুধু একদিনের ক্রিকেটে মন দেব।

Advertisement

উল্লেখ্য, ২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লার। ১৩৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৩৯৫ রান। নিয়েছেন ৪০টি উইকেট। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ৪৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৬টিতে জিতেছে তাঁর দল। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লা। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০২১ সালের জুলাই মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। ৫০টি ম্যাচে ২৯১৪ রান করেছিলেন তিনি। পাঁচটি শতরানও করেছিলেন। এ বার টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন। দেশের জার্সিতে শুধু এক দিনের ক্রিকেটই খেলবেন তিনি। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি আর ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নাও রাখতে পারেন। সেক্ষেত্রে তরুণ ক্রিকেটার তুলে আনার জন্য কোচ হিসেবে নিজেকে ব্যস্ত রাখার ভাবনায় নিয়োজিত রাখবেন।

Advertisement

Advertisement