• facebook
  • twitter
Monday, 2 December, 2024

ব্রুকের বদলি লিজাড এলেন দিল্লি দলে

দিল্লি— গত বছর আইপিএল ক্রিকেটে ইডেন উদ্যানে কেকেআর বিধ্বংসী খেলা খেলেছিল৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক নজর কেড়েছিলেন৷ কিন্ত্ত এবারে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ তখন তিনি বলেছিলেন তাঁর ঠাকুমা প্রয়াত হবার ফলে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত৷ তাই তাঁর পক্ষে আইপিএল ক্রিকেট খেলা কঠিন হয়ে পড়েছে৷ সেই কারণে দিল্লি ক্যাপিটালস তার দিকে

দিল্লি— গত বছর আইপিএল ক্রিকেটে ইডেন উদ্যানে কেকেআর বিধ্বংসী খেলা খেলেছিল৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইংল্যান্ডের ক্রিকেটার হ্যারি ব্রুক নজর কেড়েছিলেন৷ কিন্ত্ত এবারে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ তখন তিনি বলেছিলেন তাঁর ঠাকুমা প্রয়াত হবার ফলে মানসিক দিক দিয়ে বিধ্বস্ত৷ তাই তাঁর পক্ষে আইপিএল ক্রিকেট খেলা কঠিন হয়ে পড়েছে৷ সেই কারণে দিল্লি ক্যাপিটালস তার দিকে হাত বাড়ায়নি৷ কিন্ত্ত অবাক হতে হল চলতি আইপিএল ক্রিকেটে সেই ব্রুকের বদলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লিজাড উইলিয়ামসন রাতারাতি দলে সই করাতে হয়েছে৷ লিজাড দিল্লির হয়ে খেলবার জন্য মাত্র ৫০ লক্ষ টাকায় সই করলেন৷ এখানে উল্লেখ করা যেতে পারে ব্রুককে ৪ কোটি টাকা দিয়ে নিলামের সময় কেনা হয়েছিল৷

ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস ৫টি ম্যাচ খেলে ফেলেছে৷ তার মধ্যে ঋষভ পন্থের দিল্লি ৪টি ম্যাচে হেরে গিয়েছে৷ অর্থাৎ কোন ঠাসা হয়ে পড়েছে দিল্লি৷ ব্রুকের পরিবর্তে দিল্লি শিবির থেকে লিজাড উইলিয়ামসনের নাম ঘোষণা হতেই অন্যান্য খেলোয়াড়রা কিছুটা স্বস্ত্বি পেয়েছেন৷ তিনি ডান হাতি দ্রুতগামী বোলার৷ লিজাড গত বছর ডিসেম্বর মাসে আইপিএল ক্রিকেটে মিনি নিলামে কোনও দল না পেলেও আইপিএল চলাকালীন পরিবর্ত ক্রিকেটার হিসাবে জায়গা পেয়ে গেলেন৷ দিল্লি অনেক কম টাকায় এই খেলোয়াড়কে পাওয়ায় আর্থিক দিক দিয়ে কিছুটা সুবিধা পেয়ে গেছে৷ লিজাড দক্ষিণ আফ্রিকার হয়ে এখনও পর্যন্ত দুটি টেস্ট ম্যাচ, ৪টি একদিনের ম্যাচ ও ১১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন৷ টেস্ট, একদিনের ক্রিকেট ও টি-২০ ক্রিকেটে ১৬টি উইকেট পেয়েছেন এই তারকা বোলার লিজাড উইলিয়ামসন৷