ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারফুলের জয়রথ চলছেই। জুর্গেন ক্লপের পর আর্ন স্লট কোচ হয়ে আসার পর লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল তারা। ধরে রাখল পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান। এদিন দু’বার পিছিয়ে পরেও ১০ জনের ফুলহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করল লিভারপুল। ড্র করার পরেও ইপিএলে এক নম্বরেই থাকলো তারা।
শনিবারের ম্যাচে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে সালাহরা। ১১ মিনিটে গোল করে ফুলহ্যামকে এগিয়ে দেন আন্দ্রে পেরেরা। এর কয়েক মিনিট পরেই ১৭ মিনিটে লাল কার্ড দেখেন লিভারপুলের অ্যান্ড্রু রবার্টসন। পিছিয়ে থাকা অবস্থায় ১০ জন হয়ে গিয়ে চাপে পড়ে যায় আর্ন স্লটের দল। যদিও হাল ছাড়েনি তারা। ঘরের মাঠে সদস্য-সমর্থকদের সামনে সমানে সমানে লড়াই চালিয়ে যায়। বিপক্ষের পেনাল্টি বক্সে একের পর এক আক্রমণ শানায় তারা। তবু প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি লিভারপুর। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষে তারা মাঠ ছাড়ে ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে।
Advertisement
দ্বিতীয়ার্ধে কৌশল কিছুটা পরিবর্তন করে লিভারপুল। মাঝ মাঠে লোক বাড়িয়ে দেন কোচ স্লট। ফলও মেলে হাতে নাতে। ৪৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান কোডি গ্যাকপো। মহম্মদ সালাহ গোলের ঠিকানা লেখা বল বাড়ান তাঁকে। সুযোগ নষ্ট করেননি নেদারল্যান্ডসের স্ট্রাইকার। তবে ৭৬ মিনিটে ফুলহ্যামকে আবার এগিয়ে দেন রদ্রিগো মুনিজ়। এক সময় মনে হচ্ছিল পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হবে লিভারপুলকে। শেষবেলায় দলকে বাঁচালেন ৫৪ দিন পর চোট সারিয়ে মাঠে নামা দিয়েগো জোতা। ৮৬ মিনিটে পর্তুগিজ ফুটবলারের গোলে ২-২ করে লিভারপুল।
Advertisement
অন্যদিকে দিনটা ভাল গেলো না আর্সেনালের। ঘরের মাঠে এভার্টনের সঙ্গে ০-০ গোলে ড্র করলো মিকেল আর্তেতার দল। ফলে চেলসিকে টপকে লিগ তালিকার দ্বিতীয় স্থানে যেতে পারলো না আর্সেনাল। তাদের পয়েন্ট এখন ৩০। শীর্ষস্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৬।
Advertisement



