টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শুরু থেকে ঝোড়ো ব্যাটিং শুরু করে। সুনীল নারাইন ও কুইন্টন ডি কক ওপেনার হিসেবে খেলতে নামেন। ডি ককের প্রথম উইকেটটা হারাতে মাত্র ৪ রানের মাথায়। ডি ককের ব্যাট থেকে ওই ৪টি রান আসে। সুনীল নারাইনের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এই দুই ক্রিকেটার বেশ সমীহ করে খেলছিলেন। নারাইন ২৬ বলে ৪৪ রান করে জীতেশ শর্মার হাতে বন্দী হন। তখন বল করছিলেন রাশিক সালাম। সুনীল ওই রান করার ফাঁকে ৫টি চার ও ৩টি ছক্কা মারেন।
গ্যালারি তখন মেতে উঠেছিল নারাইন ও রাহানের খেলায়। রাহোনে উইকেটে বেশ জমেও গিয়েছিলেন কিন্তু কুণাল পাণ্ডিয়া একটি উইকেটের বাইরে বল হুক করতে গিয়ে রাহানে সালামের হাতে বন্দী হন। তখন স্কোরবোর্ডে ১০৯ রান। অজিঙ্কা রাহানে ৫৬ রানে আউট হন। তিনি খেলেছেন ৩১টি বল তার মধ্যে রয়েছে ৬টি চার ও ৪টি ছক্কা। রাহানে আউট হয়ে যাওয়ার পরে অনেকেই হতাশ হয়ে পড়েন। চতুর্থ উইকেটের জুটিতে ভেঙ্কটেশ ও অঙ্গক্রিশ রঘুবন খেলেতে থাকেন। ভেঙ্কটেশ (৬) আউট হওয়ার পরে চাপে পড়ে যান কেকেআর দল। মাঠে আসেন রিঙ্কু। তিনিও এদিন হতাশ করলেন। নির্ধারিত ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে ১৭৪ রান করেছে। বেঙ্গালুরু খেলতে নামে ১৭৫ রানের টার্গেট নিয়ে।
Advertisement
Advertisement
Advertisement



