কলকাতা প্রিমিয়র লিগে মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবারের মতো প্রথম সারির দলগুলি পয়েন্ট নষ্ট করলেও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব (ইউকেএসসি) টগবগ করে ছুটছে। পাঁচটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। শুধু জয় তুলে নেওয়া নয়, লিগ টেবলে তারা শীর্ষস্থানে রয়েছে গ্রুপ পর্বের খেলায়। এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি মরশুমেই এই ক্লাবের সূচনা হয়েছে। কোচ ইয়ান ল-এর তত্ত্বাবধানে ফুটবলাররা যেভাবে খেলছেন, তা অবশ্যই প্রশংসা করার মতো। সোমবার সাদার্ন সমিতির বিরুদ্ধে দু-দু’বার পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নিয়েছে ৪-৩ গোলের ব্যবধানে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব।
বারাকপুর স্টেডিয়ামে বৃষ্টিভেজা মাঠে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সাদার্ন সমিতি ও ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের খেলাটি শেষ হয়। জয়ী দলের পক্ষে দারুণ খেললেন রাহুল ভিপি, ভিনিল পূজারী, তুহিন সিকদার ও প্রজ্ঞান সুন্দররা। খেলার প্রথমার্ধে ২৬ মিনিটের মাথায় সাদার্ন সমিতির সমীর বায়েন গোল করে দলকে এগিয়ে দেন। ৩৫ মিনিটের মাথায় সাদার্নের উত্তম পূজারীর গায়ে লেগে বলটি গোলের জালে জড়িয়ে যায়। খেলায় সমতা ফিরে আসলেও ৪২ মিনিটে রাহুল ভিপি গোল করে ইউনাইটেড কলকাতাকে এগিয়ে দেন। ৪৫ মিনিটে শুভ বিশ্বাসের আত্মঘাতী গোলে সাদার্ন সমিতি খেলায় সমতা ফিরিয়ে আনে। বিরতিতে খেলার ফল ছিল ২–২। দ্বিতীয়ার্ধের শুরুতে আবার দেখা গেল উল্টো ছবি। প্রতিপক্ষ কিছুটা চেপে ধরতে ভুল করতে শুরু করে ইউকেএসসি। তখনই আচমকা সাদার্নের ৩–২ এগিয়ে যাওয়া। কিন্তু দমে না গিয়ে ফের লড়াইয়ে ফেরে ইউকেএসসি।
একটা সময় খেলা হচ্ছিল ইউকেএসসি আক্রমণ বনাম সাদার্ন রক্ষণের। হাজার চেষ্টা করেও ঠেকিয়ে রাখা যায়নি ইউকেএসসিকে। অধিনায়ক প্রজ্ঞান সুন্দরের বাঁ পায়ের চমৎকার প্লেসিংয়ে ৩–৩ হয়। আর সাদার্ন গোলে শেষ পেরেক পুঁতে দেন জীতেন মুর্মু। তাঁরই গোলে ইউনাইডেট কলকাতা জয় তুলে নিল ৪-৩ গোলের ব্যবধানে।
অন্যদিকে খিদিরপুর ও পিয়ারলেসের খেলাটি ১-১ গোলে শেষ হয়। খিদিরপুরের হয়ে গোল করেন ফায়াদ আর পিয়ারলেসের হয়ে গোল শোধ করেন ওয়ানি। ডায়মন্ড হারবার স্পোর্টস ক্লাব ১-০ গোলে জয় পেল এরিয়ানের বিরুদ্ধে। দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ের শেষ মিনিটে পরিবর্ত খেলোয়াড় আকাশ হেমব্রম জয়সূচক গোলটি করেন।