১৪ বছর বাদে আবার কলকাতায় আসছেন বিশ্ব ফুটবলের যুবরাজ আর্জেন্টিনার লিওনেল মেসি। অবশ্য তিনি কোনও খেলায় অংশ নিতে আসছেন না। আসছেন একটি ব্যবসায়ী সংস্থার আমন্ত্রণে। এই উপলক্ষে মাত্র কয়েক ঘণ্টা কলকাতায় থাকবেন তিনি। কিন্তু ক্রীড়াপ্রেমীদের সঙ্গে কোনওভাবেই সাক্ষাৎকার করবেন না। যুবভারতী ক্রীড়াঙ্গণে একটি প্রদর্শনী ফুটবলে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার কথা রয়েছে। আর আগে ঘোষণা করা হয়েছিল, দমকলমন্ত্রী সুজিত বসু দমদম লেকটাউনের শ্রীভূমি ক্লাবের পক্ষ থেকে ৭০ ফুট উঁচু মেসির একটি মূর্তির উন্মোচন করবেন। কিন্তু তা সম্ভব হচ্ছে না। নিরাপত্তার প্রশ্ন নিয়ে শোনা যাচ্ছে, একটি পাঁচতারা হোটেলে বসেই রিমোটে সেই মূর্তির আবরণ উন্মোচন করবেন মেসি। ২০১১ সালে মেসি যখন কলকাতায় এসেছিলেন, সেইসময় কিন্তু তিনি মাঠে নেমেছিলেন। এও শোনা যাচ্ছে, যুবভারতী ক্রীড়াঙ্গণে মেসির সঙ্গে থাকবেন অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। আসতে পারেন চলচ্চিত্রাভিনেতা শাহরুখ খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গে থাকতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সব মিলিয়ে বলতে পারা যায়, উৎসবের আঙিনায় মেসি হয়তো উজ্জ্বল হয়ে উঠবেন। আড়াই ঘণ্টার সফরে মেসি কলকাতা ছেড়ে উড়ে যাবেন। মেসিকে দেখার জন্য টিকিটের মূল্য যা করা হয়েছে, তা ধরাছোঁয়ার বাইরে। তবু মেসির প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসায় হয়তো অনেকেই ওই চড়া দামের টিকিট কিনে দূর থেকে মেসিকে দেখতে যাবেন। যুবভারতী ক্রীড়াঙ্গণে যখন মেসি প্রবেশ করবেন, তখন থেকেই রবীন্দ্রসঙ্গীত ও বন্দে মাতরমে তাঁকে বরণ করে নেওয়া হবে।
Advertisement
মেসি কলকাতায় আসছেন, ভালো কথা। তবে যে ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসিকে নিয়ে আসছে, তারা কি আগামী দিনে বাংলার ফুটবলের অগ্রগতিতে বা উন্নয়নে কী ভূমিকা হবে? বাংলার ঘরের ছেলেরা এখন দুই প্রধানে কোনও জায়গাই পান না। তাঁদের কাছে এই মুহূর্তে মেসির বার্তা কি পৌঁছবে? জানা নেই, লিওনেল মেসির ভারতীয় ফুটবল সম্পর্কে কোনও ধারণা আছে কিনা। তবু মেসি আসছেন। এটাই কি কলকাতা ফুটবলের বড় প্রাপ্তি?
Advertisement
Advertisement



