• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ কোহলির

২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। মোট ১২৩ টেস্ট ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছেন তিনি। করেছেন মোট ৯২৩০ রান।

বিরাট কোহলি। ফাইল চিত্র

কিছুদিন আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবার কি সেই পথেই হাঁটতে চলেছেন বিরাট কোহলি? তিনি নাকি বিসিসিআইকে অনুরোধও করেছেন। তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বোর্ড-কর্তারা। তবে কোহলি নাকি নিজের সিদ্ধান্তে অনড়। শোনা যাচ্ছে, তিনি নাকি ইংল্যান্ড সিরিজের আগেই অবসর নিতে চান। সেজন্যে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে না রাখার অনুরোধ করেছেন নির্বাচকদের কাছে।

২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাটের। মোট ১২৩ টেস্ট ম্যাচে ভারতের হয়ে মাঠে নেমেছেন তিনি। করেছেন মোট ৯২৩০ রান। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৩১টি অর্ধশতরান ও ৩০ টি শতরান। তাই অভিজ্ঞ এই ব্যাটসম্যান এখনই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিন, তা বোর্ড চাইছে না। জানা যাচ্ছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন কোহলি। আসলে, বর্ডার-গাভাসকার ট্রফির ওই সিরিজে তাঁকে চেনা ছন্দে পাওয়া যায়নি।

Advertisement

প্রথম টেস্টে শতরান করলেও বাকি ম্যাচগুলিতে ব্যর্থ হন তিনি। বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে ভারতীয় দলে তিনি থাকুন। কারণ, রোহিতের পর যদি কোহলিকেও এই সফরে পাওয়া না যায়, তাহলে নিঃসন্দেহে ভারতীয় ব্যাটিং লাইন আপ অনেকটাই পরিবর্তন করতে হবে। সেজন্যই বোর্ডের কর্তারা বিরাটের সঙ্গে কথা বলে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাতে চায়। এবিষয়ে বোর্ডের এক শীর্ষ কর্তা জানান, বিরাট এখনও ফিট। ড্রেসিংরুমে বিরাটের উপস্থিতি দলকে উদ্বুদ্ধ করে। তবে কোহলির কাছ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। রোহিতের পর কোহলি যদি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান, তাহলে ভারতীয় দল গঠনে সমস্যায় পড়তে হবে।

Advertisement

Advertisement