• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ব্র্যাডম্যানের সঙ্গে একাসনে বসলেন জোয়ে রুট

এখন ভারতের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টের দ্বিতীয়দিনে শনিবার শততম টেস্ট ম্যাচে ২১৮ রান করে ফেললেন জোয়ে রুট।

জোয়ে রুট (Photo: AFP)

শ্রীলঙ্কায় যেখানে শেষ করেছিলেন ভারতে সেখান থেকেই শুরু করলেন ইংলিশ অধিনায়ক জোয়ে রুট । কার্যকরীভাবে তিনি যে দুরন্ত ফর্মের মধ্যে রয়েছেন তার একটা জ্বলন্ত উদাহরণ তিনি দিয়ে চলেছেন ক্রমাগত। 

নিজের ৯৮ তম ম্যাচে ২২৮ ও ৯৯ তম ম্যাচে ১৮৬ রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবং এই ইনিংসগুলাের সাহায্যে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছিল ইংল্যান্ড। 

Advertisement

এখন ভারতের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টের দ্বিতীয়দিনে শনিবার শততম টেস্ট ম্যাচে ২১৮ রান করে ফেললেন জোয়ে রুট। নতুন বছরে তিনি তার সেরা খেলার ধারাবাহিকতা বজায় রাখলেন। কাজের কাজটা ক্রমশ করে যাচ্ছেন। 

Advertisement

শততম টেস্টে দ্বিশতরান করে ইতিমধ্যেই প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হকের রেকর্ড ভেঙে দিয়েছেন। সেইসঙ্গে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে তিনি শততম টেস্টে দ্বিশতরান করার নজির গড়েছেন। 

পাশাপাশি ডন ব্র্যাডম্যানের সঙ্গে একাসনে বসেছেন জোয়ে রুট। তিনিই বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি ডন ব্র্যাডম্যানের পর তিনটি টেস্ট ইনিংসে দেড়শাে রানের গন্ডি টপকালেন।

Advertisement