• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোয়াকিম লাে

জার্মানের বিশ্বকাপ জয়ী দলের কোচ জোয়াকিম লাে জুন জুলাই মাসে অনুষ্ঠিত ইউরােপীয়ান চ্যাম্পিয়নশিপের পরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন।

জোয়াকিম লাে (ছবি: টুইটার | @DFB_Team_EN)

জার্মানের বিশ্বকাপ জয়ী দলের কোচ জোয়াকিম লাে জুন জুলাই মাসে অনুষ্ঠিত ইউরােপীয়ান চ্যাম্পিয়নশিপের পরই জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন, মঙ্গলবার এমন কথাই জানাল জার্মান এফএ।

তবে জাতীয় দলের সঙ্গে তার চুক্তি ছিল ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু তার আগেই তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। পনেরােবছর ধরে জোয়াকিম লাে জাতীয় দলের দায়িত্ব পালন করছেন।

Advertisement

জার্মান এফএ সভাপতি ফ্রিজ কেলার বলেন, ‘আমি জোয়াকিম লাে’য়ের সিদ্ধান্তকে সম্মান জানাই। আর আমরা কেন আপনারা প্রত্যেকেই জানেন জোয়াকিম বিশ্ব ফুটবলে একজন রাে কোচ ছিলেন এবং থাকবেন।

Advertisement

Advertisement