• facebook
  • twitter
Monday, 28 July, 2025

মোহনবাগান নির্বাচনে কি তৃতীয় ফ্রন্ট

আসলে একদিকে বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং অপর পক্ষে সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসুরা যেভাবে প্রচারে নানারকম কথা বলছেন তা প্রতিশ্রুতি ছাড়া আর অন্যকিছু নয়।

ফাইল চিত্র

মোহনবাগান ক্লাবের নির্বাচন যতই কাছে আসছে, ততই শাসক ও বিরোধী গোষ্ঠীর সুর চড়া মেজাজে গিয়ে পৌঁছাচ্ছে। এই উত্তাপের মাঝে নীরবে তৃতীয় ফ্রন্ট তৈরি হচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার জন্যে। তারা এখনও প্রকাশ্যে না এলেও, চুপি চুপি গুটি সাজাতে শুরু করেছে। আসলে তারা বর্তমান প্রশাসনে থাকা কর্মকর্তাদের সঙ্গে যেভাবে বিরোধী পক্ষের পদপ্রার্থীরা কাদা ছোঁড়াছুড়ি করছেন তা ভালো চোখে নিতে পারছেন না। সেখানে কোনও রাজনৈতিক নেতার আস্ফলন নেই। নির্ভেজাল কিছু সদস্য একত্রিত হয়ে নির্বাচনে অংশ নিতে চলেছেন।

এমন হতে পারে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চমক দিয়ে পদপ্রার্থীদের নাম ঘোষণা করে দেবেন। আসলে একদিকে বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং অপর পক্ষে সচিব পদপ্রার্থী সৃঞ্জয় বসুরা যেভাবে প্রচারে নানারকম কথা বলছেন তা প্রতিশ্রুতি ছাড়া আর অন্যকিছু নয়। মোহনবাগান ক্লাবের ঐতিহ্যকে কোনওভাবে নষ্ট করা যাবে না বলে তাদের অভিমত। ইতিমধ্যে তারা ঘরোয়াভাবে নিজেদের মধ্যে কথা বলে চলেছেন। তবে এখনও তৃতীয় ফ্রন্টের উপরে সিলমোহর পড়েনি। সব কিছু তাঁরা প্রত্যক্ষকরে চলেছেন।