• facebook
  • twitter
Thursday, 13 February, 2025

পরের ম্যাচেই কি মোহনবাগানের লিগশিল্ড জয় নিশ্চিত

পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তা হলে তারা হিসাবের বাইরে চলে যাবে

ফাইল চিত্র

আইএসএল ফুটবলে লিগ-শিল্ড জয়ের একেবরে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। তাহলে কি পরের ম্যাচটাই সবুজ-মেরুন প্লে-অফ ম্যাচে খেলার জন্য জায়গা করে নেবে।

বর্তমানে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে গতবারের শিল্ডজয়ীরা। কেরালা ব্লাস্টার্স, ইস্টবেঙ্গল, চেন্নাইয়িন, হায়দরাবাদ এবং মহমেডানের পক্ষে তাদের সমান বা বেশি পয়েন্ট পাওয়া সম্ভব নয়। মোহনবাগানের প্রয়োজন শুধু ওডিশা এবং পাঞ্জাবের বিরুদ্ধে জয়। কারণ, এই দুই দলই আপাতত সেরা ছয়ের বাইরে থাকা দু’টি দল, যাদের মোহনবাগানকে ছোঁয়ার উপায় আছে।

যে শর্তগুলির মধ্যে যে কোনও একটি পূরণ হলে প্লে-অফে পৌঁছে যাবে মোহনবাগান। যদি ওডিশা এফসি নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার মানে, তাহলে তাদের ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট হবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪২, যা ইতিমধ্যেই মোহনবাগানের ৪৩ পয়েন্টের কম।

পাঞ্জাব বর্তমানে ১৭ ম্যাচে ২৩ পয়েন্টে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট ৪৪। যদি তারা মোহনবাগানের বিরুদ্ধে জিততে না পারে, তা হলে তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হয় ৪২ (ড্র করলে) বা ৪১ (হারলে), যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের চেয়ে কম।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ড্র করলে ওড়িশা ১৮ ম্যাচে ২৫ পয়েন্টে পৌঁছবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪৩, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের সমান।

পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তাহলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায়, শুধু ড্র করলেই মোহনবাগান ৪৪ পয়েন্টে পৌঁছে যাবে এবং প্লে-অফে যোগ্যতা নিশ্চিত করবে।

নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতলে ওড়িশা এফসি ১৮ ম্যাচে ২৭ পয়েন্টে পৌঁছবে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য পয়েন্ট হবে ৪৫, যা মোহনবাগানের বর্তমান ৪৩ পয়েন্টের চেয়ে বেশি।

পাঞ্জাব যদি মোহনবাগানকে হারাতে না পারে, তা হলে তারা হিসাবের বাইরে চলে যাবে। এই অবস্থায় পাঞ্জাবকে হারালে সবুজ-মেরুনের পয়েন্ট হবে ৪৬, যা প্লে-অফের যোগ্যতা নিশ্চিত করবে।

মোহনবাগানের লিগশিল্ড জয় কত দূরে? শিল্ড জয়ের জন্য সবুজ-মেরুন বাহিনীর প্রয়োজন ১০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জামশেদপুরের সংগ্রহ যেহেতু ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট এবং বাকি ছ’ম্যাচ থেকে যেহেতু তারা সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্থাৎ মোট ৫২ পয়েন্ট পেতে পারে, তাই ম্যাকলারেন-কামিন্সরা ৫৩ পয়েন্টে পৌঁছলেই চলতি মরশুমে শিল্ড নিজেদের কাছে রেখে দিতে পারবে। সেই আশা নিয়ে সমর্থকরাও স্বপ্ন দেখছেন।