বাংলার ছেলে অভিষেক পোড়েল। তিনি উইকেট কিপিং করেন। এবারের আইপিএল ক্রিকেটে অভিষেক দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। শনিবার দিল্লি ২৫ রানে জয় পেয়েছে চেন্নাইয়ের বিরুদ্ধে। এই ম্যাচে দেখা গেল অভিষেক পোড়েলকে উইকেটের পিছনে না দাঁড়াতে। তাহলে কি বাংলার ছেলে বলে অধিনায়ক অক্ষর প্যাটেল অভিষেককে পছন্দের তালিকায় রাখলেন না? খেলার মাঝপথে তাঁর হাত থেকে দায়িত্ব কেড়ে নেওয়া হল? এদিনের ম্যাচে শুরুর দিকে উইকেট কিপিং করছিলেন অভিষেক। কিছু ওভার হওয়ার পরেই অধিনায়ক অক্ষর অভিষেককে ডেকে নিয়ে গ্লাভস খুলতে বললেন। অভিষেকের সেই গ্লাভস খুলে দিলেন কে এল রাহুলের হাতে। অনেকেই তখন প্রশ্ন তোলেন, কিসের জন্য এই ধরনের ঘটনাটা ঘটল, মাঠের মধ্যেই।
ঘটনাটি ঘটে তৃতীয় ওভারে। মিচেল স্টার্ক একটি ইয়র্কার বল করেন, যা ব্যাটসম্যান বিজয় সংকরের পায়ে লাগে। বড়সড় এলবিডব্লুর আবেদন করা হয়। কিন্তু পোড়েল অধিনায়ককে বলেন, রিভিউ না নিতে। হয়তো অভিষেক ভেবেছিলেন বলটা তাঁর ব্যাটে লেগেছে। কিন্তু রিপ্লেতে দেখা গেল, ব্যাটে-বলে কোনও সম্পর্ক হয়নি। সোজা স্ট্যাম্পের দিকে যাচ্ছিল বলটা। অর্থাৎ দিল্লি দল একটা আউট মিস করে। তারপরেই অধিনায়ক অক্ষর প্যাটেল এগিয়ে এসে অভিষেকের কাছ থেকে গ্লাভস নিয়ে রাহুলের হাতে তুলে দেন।
Advertisement
অর্থাৎ ভুলের শাস্তি পেতে হল অভিষেককে। কিন্তু বাস্তবটা হয়তো অন্যরকম হতে পারে। বাংলার প্রতি অবিচার এই শব্দটাই তখন অনেকের মনে কথা বলতে শুরু করল। আইপিএলের নিয়ম অনুসারে সেই সময় উইকেট কিপিং করছিলেন অভিষেক। তারপরেই মাঠে নির্ধারিত কিপার হিসেবে রাহুল দায়িত্ব বুঝে নেন। মাঠে অনেকরকম ঘটনা সহজভাবে মেনে নেওয়া যায় না। এর পিছনে অন্য কোনও কারণ খেলা করে। দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা অনুযায়ী উইকেট কিপিং বদল হয়েছে এই ম্যাচে। আর এই ম্যাচ জেতার পরেই দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে টানা তিনটি ম্যাচে জয় তুলে নিল। লিগ টেবলে তারা শীর্ষস্থান অধিকার করে নিল। দিল্লি দল সেমিফাইনাল খেলার দৌড়ে এগিয়ে থাকল।
Advertisement
Advertisement



