ইংল্যান্ডের মাটিতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ আইপিএলে নজরকাড়া বৈভব সূর্যবংশী। ইংল্যান্ডের ইয়ং লায়ন্স ইনভাইটেশনাল একাদশের বিরুদ্ধে ওপেন করতে নামা ১৩ বলে ১৭ রান করলেন তিনি। তবে, ন’নম্বরে ব্যাট করতে নেমে হরবংশ পাঙ্গালিয়ার ৫২ বলে ১০৩ রানের দুরন্ত ইনিংস খেললো। তাই ৫০ ওভারে ৯ উইকেট ৪৪৪ রান করলো ভারতের ছোটরা। কিন্তু, এই ম্যাচে ভারতের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা চূড়ান্ত ব্যর্থ। ফলে, ৯১ রানে ৫ উইকেট হারিয়ে একটা সময়ে চাপে পরে গেছিল তারা। সেইসময় ছ’নম্বরে নামা রাহুল কুমারের ৬৩ বলে ৭৫ রানের ইনিংস ভারতকে ঘুরে দাঁড়াতে অনেকটাই সাহায্য করে।
সেইসময়, কণিষ্ক চৌহানের সঙ্গে জুটি বেঁধে ভারতের স্কোরবোর্ডে ১৪১ রান তোলে। কণিষ্ক ব্যক্তিগতভাবে ৭৯ রান করে আউট হয়। এরপর ভারতের হয়ে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন আরএস অম্বরিশ। অষ্টম উইকেটে তাদের জুটিতে ওঠে ১৪৪ রান। তবে ইংল্যান্ডের হয়ে বল করেন ১০ জন। এদের মধ্যে সবচেয়ে সফল বোলার মানি লুমসডেন। সে ১০২ রান দিয়ে ৪ উইকেট নেন।
এদিকে, তার জবাব দিতে মাত্র ২১৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। আয়ুষ মাত্রের নেতৃত্বাধীন ভারতীয় দল ২৩১ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে সহজ জয় তুলে নিল।