হংকং ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন সাত্ত্বিকসাইরাজ রিঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি জুটি। শেষ আটের লড়াইয়ে মালয়েশিয়ান জুটি জুনায়েদ আরিফ এবং রয় কিং ইয়াপকে হারিয়ে দিলেন তাঁরা। তিন গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২১-১৪, ২০-২২, ২১-১৬ ব্যবধানে হারিয়ে শেষ চারের ছাড়পত্র আদায় করে নিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।
সদ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় এই জুটি। নিজেদের সেই ফর্মই হংকং ওপেনেও বজায় রেখেছেন তাঁরা। যেভাবে একের পর এক প্রতিপক্ষকে সহজেই হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র আদায় করে নিয়েছিল ভারতীয় এই জুটি, তা নিঃসন্দেহে আশা জাগিয়েছিল সমর্থকদের মনে।
Advertisement
এদিনও, তাঁদের নিরাশ করলেন না তাঁরা। প্রথম সেটে বেশ দাপটের সঙ্গেই শুরু করেন ভারতীয় এই জুটি। সহজেই ২১-১৪ ব্যবধানে মালয়েশিয়ান জুটিকে হারিয়ে দেন তাঁরা।
Advertisement
তবে, দ্বিতীয় গেমে সাত্ত্বিক-চিরাগের ভুলকে কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসেন আরিফ-ইয়াপ জুটি। ফলে, ভারতীয় জুটিকে ২০-২২ ব্যবধানে হারিয়ে দেন তাঁরা। এরপর, তৃতীয় তথা নির্ণায়ক গেমে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষপর্যন্ত ২১-১৬ ব্যবধানে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের স্থান নিশ্চিন্ত করেন ভারতীয় জুটি। এই প্রসঙ্গে বলা যায়, বৃহস্পতিবার, সাত্ত্বিক-চিরাগ জুটি থাইল্যান্ডের পিরাচাই সুকফুন এবং পাক্কাপন তিরাতসাকুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তাঁদের স্থান নিশ্চিত করেছিল। এক ঘণ্টা তিন মিনিটের ম্যাচে প্রথম গেমে হেরে যাওয়ার পরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে তাঁরা থাইল্যান্ডের জুটিকে ১৮-২১, ২১-১৫, ২১-১১ ব্যবধানে হারিয়ে শেষ আটে প্রবেশ করেন।
Advertisement



