• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

শুভমন গিলের ব্যাটে ভর করে ভারতের সহজ জয়

প্রথম উইকেট জুটিতে মাঠে আসেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল

প্রতিনিধিত্বমূলক চিত্র

প্রথম একদিনের ক্রিকেট ম্যাচে ভারত খুব সহজেই চার উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ডকে। ৬৮টি বল বাকি থাকতেই ভারতের এই জয় রোহিত শর্মার হাতে চলে আসে। শুভমন গিলের ৮৭ রান এবং শ্রেয়স আইয়ারের ৫৯ রান যেমন ভারতের জয়কে সহজ করে দিয়েছে, তেমনই অক্ষর প্যাটেলের ৫২ রানও ভারতের জয়কে নিশ্চিত করে। অন্যদিকে ভারতের দুই বোলার হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা ইংল্যান্ড শিবিরে ধস নামিয়ে দেন। এঁরা দু’জনেই তিনটি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট পান মহম্মদ শামি। তিনি আট ওভারে ৩৮ রান দিয়েছেন। অক্ষর প্যাটেলও একটি উইকেট পান সেই ৩৮ রানের বিনিময়ে। আর একটি উইকেট পেয়েছেন চোট থেকে মুক্তি পাওয়ার পর ফিরে আসা বোলার কুলদীপ যাদব। ইংল্যান্ড দলের জস বাটলার ৫২ রান ও জে বেথেল ৫১ রান করেন। ফিল সল্ট ৪৩ রানে রান আউট হয়ে যান। ডাকেট ৩২ রানে প্যাভিলিয়নে ফেরত যান। স্বাভাবিকভাবেই ইংল্যান্ড দল ভারতীয় বোলারদের সামনে সেইভাবে দাঁড়াতেই পারেননি। যার ফলে ভারতীয় দলের বোলারদের প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানকে ফিরিয়ে দিতে সেইভাবে বেগ পেতে হয়নি। ইংল্যান্ড দল ৪৭.৪ ওভারে ২৪৮ রানে শেষ হয়ে যায়।

২৪৯ রানের টার্গেট নিয়ে ভারতীয় দল খেলতে নামে। প্রথম উইকেট জুটিতে মাঠে আসেন অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সবাই অপেক্ষা করছিলেন অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে কত রান আসে, তা দেখার জন্য। আসলে রোহিত শর্মা বেশ কিছুদিন ধরেই অফ ফর্মে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগে একদিনের ম্যাচে নিজেকে তৈরি করে নেওয়ার ভাবনায় রোহিত মাঠে নামেন। কিন্তু সেই ভাবনায় রোহিতের ব্যাট ঝলসে উঠল না। রোহিত মাত্র ৭ বলে ২ রান করে আউট হয়ে যান। সাকিব মাহমুদের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান। রোহিতকে দেখা গেল ভারাক্রান্ত মনে চোখ মুছতে মুছতে ড্রেসিং রুমের দিকে এগিয়ে যেতে। রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে শুভমন গিল খেলতে আসেন। ভারতের ১৯ রানের মাথায় প্রথমে আউট হন যশস্বী। ওই রানের মাথায় আউট হয়ে যান রোহিত। তবে জয়সওয়ালের ব্যাট থেকে এসেছে ১৫ রান। তৃতীয় উইকেটে জুটি বাঁধেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। দু’জনেই বেশ স্বচ্ছন্দে খেলছিলেন। ভারতের তৃতীয় উইকেটটি পরে ১১৩ রানে। আউট হন শ্রেয়স আইয়ার। তিনি এলবিডব্লু হন জ্যাকব বেথেলের বলে।

তাঁর ব্যাট থেকে এসেছে ৫৯ রান। ৩৬ বলে এই রান করেন শ্রেয়শ। তিনি ৯টি বাউন্ডারি ও দু’টি ছক্কা মারেন। ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ২২১ রানে। তখন শুভমন গিল ও অক্ষর প্যাটেল দু’জনেই দুরন্ত ব্যাট করতে থাকেন। অক্ষর প্যাটেল ৫২ রান করে আউট হয়ে যান আদিল রশিদের বলে। তিনি সরাসরি বোল্ড আউট হন। তিনি খেলেছেন ৪৭টি বল। তাঁর ব্যাট থেকে এসেছে ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। শুভমন গিল শতরানের দিকে এগিয়ে যান। শুভমন ও কেএল রাহুল জুটি বেঁধে যখন এগোনোর চেষ্টা করছেন, ঠিক সেই সময়ই রাহুল মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। শুভমনের সঙ্গে এবারে খেলতে আসেন হার্দিক পাণ্ডিয়া। ভারতের ২২৫ রানের মাথায় শুভমন গিল জস বাটলারের হাতে ক্যাচ দেন সাকিব মাহমুদের বলে। শুভমন মাত্র ১৩ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হলেন। শুভমন ৮৭ রান করেন ৯৬ বলে। তাঁর ব্যাট থেকে ছক্কা না এলেও ১৪টি বাউন্ডারি এসেছে। শেষ পর্যন্ত ভারতীয় দল ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫১ রান করে। হার্দিক পাণ্ডিয়া ৯ রানে এবং রবীন্দ্র জাদেজা ১২ রানে অপরাজিত থাকেন। বৃহস্পতিবার ভারতীয় দলের হয়ে বিরাট কোহলি খেলেননি। এক অর্থে বলা যায় একা শুভমন গিলই ভারতকে জিতিয়ে দিলেন।