অনুর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেল ভারতীয় দল। সোমবার সেমিফাইনাল ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে শেষ হয়। তারপরে টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়। কোচ রঞ্জন চৌধুরির ভারতীয় দল টাইব্রেকারে ৩-৪ গোলের ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে গিয়ে বিদায় নিতে হয়। অবশ্যই হেরে গিয়ে ভারতীয় দলের শিবিরে হতাশার ছবি দেখতে পাওয়া যায়।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ফুটবলাররা যে দাপট দেখিয়ে খেলতে শুরু করেছিল, তা ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষ দলের রক্ষণভাগে গিয়ে বারবার পিছিয়ে আসতে হয়েছে ভারতীয় ফুটবলারদের। গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়েছেন। খেলার ৩৬ মিনিটের মাথায় বাংলাদেশ পাল্টা আঘাত হেনে ভারতের গোলের জালে বল জড়িয়ে দেয়। গোলটি করেন আসাদুলমোল্লা। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয় পর্বে পিছিয়ে পড়া ভারতীয় দল আক্রমণের ছক বদল করে খেলতে থাকে। খেলার ৭৫ মিনিটে সেই প্রতীক্ষিত গোলটি পেয়ে যায়।
Advertisement
বাংলাদেশের রক্ষণভাগকে বোকা বানিয়ে রিকি মিতেই গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। অতিরিক্ত সময়ে কোনও পক্ষই গোল করতে পারেনি। টাইব্রেকারে ভারতের প্রথম শটটি ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মহম্মদ আসিফ। তারপরেই বাংলাদেশের ফুটবলাররা দারুণ উৎসাহ পেয়ে যান। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল। আগামী ২৮ আগস্ট নেপালের বিরুদ্ধে বাংলাদেশ ফাইনালে খেলবে।
Advertisement
Advertisement



