• facebook
  • twitter
Friday, 5 December, 2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত

বৃষ্টিতে ভেস্তে গেল শেষ টি-টোয়েন্টি ম্যাচ

অধিনায়ক সূর্যকুমার যাদবের ভারত টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শনিবার বৃষ্টির কারণে ভেস্তে গেল। যার ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে ভারতের ঝুলিতে চলে এল। একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা নিল ভারত। এখানে উল্লেখ করা যেতে পারে, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল। এদিন টসে হেরে যায় ভারত। নির্দিষ্ট সময়ে খেলা শুরু হলেও বৃষ্টির জন্য তা শেষ করা যায়নি। অস্ট্রেলিয়া দল প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় দলের হয়ে ওপেন করতে আসেন অভিষেক শর্মা ও শুভমন গিল।

ভারতীয় দলে তিলক ভার্মাকে সরিয়ে রিঙ্কু সিংকে আনা হয়। একটি মাত্র বদল হয়েছিল ভারতীয় দলে। ৪ ওভার খেলার পরে বৃষ্টি নামে। তখন ভারতীয় দলের রানসংখ্যা ছিল বিনা উইকেটে ৫২। সাময়িকভাবে আম্পায়ার খেলা বন্ধ রাখলেও পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামে। যখন খেলা বন্ধ হয়ে যায়, তখন ব্যাট করছিলেন অভিষেক শর্মা ২৩ রানে আর অপর প্রান্তে শুভমন গিল ২৯ রানে নটআউট ছিলেন।

Advertisement

শুরুর দিকে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ বাদে শুরু হয় বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত। যার জেরে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে খেলা বন্ধ করে দিতে হয়। শুধু ক্রিকেটারদের নয়, সমর্থকদের সুরক্ষা নিয়েও উদ্বিগ্ন ছিলেন স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাই মাঠের একেবারে নিচের দিকে শেডহীন গ্যালারিতে যে দর্শকরা বসে ছিলেন, তাঁদের উপরের সারিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নিচের সারিতে কাউকে বসতে দেওয়া হয়নি। এমনকী, খেলা বন্ধ হওয়ার পর জায়ান্ট স্ক্রিনে আবহাওয়া নিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছিল । যাতে বলা হয়, ‘আমরা বিপজ্জনক আবহাওয়ার সম্মুখীন। দয়া করে নিরাপদ জায়গায় আশ্রয় নিন।’ এদিকে খেলা বন্ধ হওয়ার পর বৃষ্টি শুরু হয়। এরপর কয়েক দফায় বৃষ্টি সাময়িকভাবে থামলেও খেলা চালু করা যায়নি।

Advertisement

বৃষ্টিবিঘ্নিত সিরিজে টুর্নামেন্টের সেরা হয়েছেন অভিষেক শর্মা। এদিন টি-২০ কেরিয়ারে হাজারতম রানটাও করে ফেলেছেন অভিষেক। মাত্র ২৮ ইনিংস এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসাবে এই কীর্তি অভিষেকের। বিরাট কোহলি টি-টোয়েন্টিতে হাজার রান করেছিলেন ২৭ ইনিংসে। তবে, ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা খেলতে আসার আগে সূর্যকুমার ব্রিগেড একটা প্রস্তুতি সেরে ফেলল। যার ফলে সেই অভিজ্ঞতা ঘরের মাঠে প্রকাশ করতে পারবেন অনেক ক্রিকেটার।

Advertisement