• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু ভারতের

দুবাইয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের জন্য এখানে বিমান অবতরণের সময় বিপদের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় বক্সিং দলকে।

ভারতের বক্সিং দল (Photo: IANS)

দুবাইয়ে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে লড়াইয়ের জন্য এখানে বিমান অবতরণের সময় বিপদের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় বক্সিং দলকে। একটা সময়ে প্রাণহানির কথাও মাথায় চলে এসেছিল। তবে সব বিপদ কাটিয়ে ভারতীয় বক্সিং দল এখানে নামে।

এবং সােমবার থেকে শুরু হওয়া। প্রতিযােগিতায় জয় দিয়েই ভারতীয় বক্সিং দল যাত্রা শুরু করল। প্রতিযােগিতার প্রথম দিনে ৫৬ কেজি বিভাগে মহম্মদ হুসামুদ্দিন পরাজিত করলেন কাজাকিস্তানের বক্সারকে।

Advertisement

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন হুসামুদ্দিন। মঙ্গলবার দ্বিতীয়দিনে খেলতে নামছেন সিমরণজিৎ (৬০ কেজি), সাক্ষী (৫৪ কেজি), জেসমিন (৫৭ কেজি) এবং সঞ্জীত (৯১ কেজি) বিভাগে।

Advertisement

Advertisement