শীর্ষে রইল ভারত

ইংল্যান্ডকে শনিবার এক ইনিংস ও ২৫ রানে পরাজিত করার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারতীয় দল।

Written by SNS Dubai | March 7, 2021 5:19 pm

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। (Photo: Twitter | @BCCI)

ইংল্যান্ডকে শনিবার এক ইনিংস ও ২৫ রানে পরাজিত করার পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল ভারতীয় দল। সদ্য সমাপ্ত সিরিজের প্রথম টেস্টে হেরে যাওয়ার পরই অভূতপূর্বভাবে নেমে যেতে হয়েছিল ভারতকে।

কিন্তু সিরিজে কামব্যাক করে (৩-১) ম্যাচের ব্যবধানে জয় তুলে নিয়ে, শনিবার বারােটি ম্যাচে ৫২২ পয়েন্ট সংগ্রহ করে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থানে থেকে খেলা শেষ করল। 

আইসিসি’র পক্ষ থেকে ট্যুইট করা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ও সিরিজে জয় করে ভারত ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল সর্বাধিক পয়েন্ট ও শীর্ষস্থানে থেকে।

অস্ট্রেলিয়া শেষ করল তৃতীয়স্থানে ও ইংল্যান্ড চতুর্থস্থানে। এছাড়া আইসিসি গােটা ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে ফাইনালে খেলার যােগ্যতা অর্জন করার জন্য।