• facebook
  • twitter
Friday, 12 December, 2025

দক্ষিণ আফ্রিকার বড় রানের মুখে অগ্নিপরীক্ষা ভারতের

ভারতীয়দের জিততে গেলে ২১৪ রান করতে হবে। এই অবস্থায় ভারতীয় দলের ক্রিকেটারদের অত্যন্ত সচেতন হয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে হবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ক্রিকেট ম্যাচে দুরন্ত জয় তুলে নেওয়ার পরে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবরা অত্যন্ত আত্মবিশ্বাসে ভরপুর ছিলেন। তাই দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তে কোনও দ্বিধা প্রকাশ করেননি ভারতের অধিনায়ক। হয়তো তিনি ভেবেছেন শিশির ভেজা উইকেটে বোলারদের দিয়ে আক্রমণ শানিয়ে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার শিবিরকে চাপে ফেলতে পারবেন। তারপর দক্ষিণ আফ্রিকার রানকে তাড়া করতে কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে হবে না।

তবে বৃহস্পতিবার এখানকার উইকেটে বোলাররা সেইভাবে দাপট দেখাতে পারল না। অধিনায়ক সূর্যকুমার যাদব ছয়জন বোলারকে ব্যবহার করেও নজর কাড়তে পারেননি। দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ করে ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ভারতের একমাত্র বোলার বরুণ চক্রবর্তী কিছুটা ভালো বল করার চেষ্টা করেন। তিনি ৪ ওভারে ২৯ রান দিয়ে দু’টি উইকেট পান। আর একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। যশপ্রীত বুমরা থেকে শুরু করে অর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবেরা একটি উইকেটও পেলেন না।

Advertisement

অবশ্য দক্ষিণ আফ্রিকার ডি’কক ছাড়া অন্য কেউ বড় অঙ্কের রান করতে সাহসী ভূমিকা নিতে পারেননি। ডি’কক মাত্র ১০ রানের জন্য শতরান করা থেকে বঞ্চিত হলেন। তিনি ৯০ রানে প্যাভিলিয়নে ফেরত যান রান আউট হয়ে। ডি’কক বেশ ঝড়ের গতিতে খেলার চেষ্টা করেছেন। ৪৬টি বলে ওই রান করার ফাঁকে ৫টি বাউন্ডারি ও সাতটি ছক্কা মারেন। ডি’কক আউট হয়ে যাওয়ার পরে পঞ্চম উইকেট জুটিতে ডি ফেরিয়া ও ডি মিলার বেশ স্বচ্ছন্দে ব্যাট করেছেন। এই জুটি স্কোরবোর্ডে ৫০ রান যোগ করেন। যার ফলে দক্ষিণ আফ্রিকা ২০০ রান টপকে যায়। ফেরিয়া ৩০ ও মিলার ২০ রানে অপরাজিত থাকেন।

Advertisement

ভারতীয়দের জিততে গেলে ২১৪ রান করতে হবে। এই অবস্থায় ভারতীয় দলের ক্রিকেটারদের অত্যন্ত সচেতন হয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের মোকাবিলা করতে হবে। এই ভাবনা থেকে সূর্যকুমার যাদবদের সামনে পাখির চোখ জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়া

Advertisement