• facebook
  • twitter
Saturday, 14 June, 2025

ফাইনালের আগে অসন্তুষ্ট ভারতের কোচ গৌতম গম্ভীর

গম্ভীরের মতে, ‘আন্তর্জাতিক খেলায় সব সময় উন্নতি করতে হয়। আমরা এখনও আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি।'

ফাইল চিত্র

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের টানা ৩টি ম্যাচে জয় পেয়ে এবং মঙ্গলবার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে ভারতীয় দল ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগেই শান দেওয়া সম্পূর্ণ বিরাটদের। তবে, এত কিছুর পরেও একটি বিষয় নিয়ে অসন্তুষ্টি থেকে যাচ্ছে কোচ গৌতম গম্ভীরের।

অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বের ম্যাচে একবার হারিয়েছে ভারত। অপরদিকে কোহলিও তাঁর ফর্ম ফিরে পেয়েছেন। ব্যাটিং অর্ডারের মাঝের দিকে ভরসা দিচ্ছেন শ্রেয়স আইয়ার, ব্যাটে-বলে ভরসা জোগাচ্ছেন হার্দিক। আর বিশেষ অস্ত্র হিসেবে তো বরুণ চক্রবর্তী রয়েছেনই। এত কিছুর পরেও গম্ভীর অসন্তুষ্ট।

গম্ভীরের মতে, ‘আন্তর্জাতিক খেলায় সব সময় উন্নতি করতে হয়। আমরা এখনও আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি। দলের পারফরম্যান্সে আমি কখনই সন্তুষ্ট হতে পারি না। হাতে রয়েছে আর একটা ম্যাচ। আশা করি, সেই ম্যাচে সেরা খেলাটা খেলতে পারব।’ এরই সঙ্গে গম্ভীর আরো বলেন, ‘আমাদের আরও উন্নত হতে হবে সব বিভাগেই। মাঠে বেপরোয়া হতে হবে।’

ফাইনালের আগে সেটা নিয়েই মাথা ঘামাচ্ছেন গম্ভীর। গম্ভীর বলেন, ‘ক্রিকেটের আসল বিষয়টি হল, নিজের স্বচ্ছন্দের জায়গা থেকে বেরিয়ে আসা। উন্নতির এটাই মন্ত্র। যদি সবাই নিজের স্বচ্ছন্দের জায়গায় থাকে, তাহলে এক জায়গায় আটকে যাব। এই দলের কেউই সেই জায়গায় আটকে থাকতে রাজি নয়। সেটা কোচ হোক বা প্লেয়াররা।’ গম্ভীর মনে করছেন ভারতীয় ক্রিকেটের জন্য এটি খুব গুরুর্ত্বপূর্ণ।