• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত

টেস্ট ক্রিকেটের সিংহাসন নিজেদের দখলেই রাখল ভারত। বৃহস্পতিবার আইসিসি ঘােষিত র‍্যাঙ্কিংয়ে ভারত টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রইল।

টেস্ট ক্রিকেট (Photo Surjeet YadavIANS)

টেস্ট ক্রিকেটের সিংহাসন নিজেদের দখলেই রাখল ভারত। বৃহস্পতিবার আইসিসি ঘােষিত র‍্যাঙ্কিংয়ে ভারত টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রইল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ছাড়পত্র পায়।

তার পর থেকেই শীর্ষস্থান ধরে রাখে বিরাট কোহলিরা। তবে ভারতের থেকে মাত্র এক রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নিউজিল্যান্ড। এছাড়া অস্ট্রেলিয়াকে চতুর্থস্থানে ঠেলে দিয়ে, তৃতীয়স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান।

Advertisement

তবে ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকাকে সপ্তম স্থানে নামিয়ে দিয়ে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা বাংলাদেশ ও জিম্বাবােয়ে। বলে রাখা ভালাে, টেস্ট ক্রিকেটে সব নিম্নস্থানীয় র্যাঙ্কিংয়ে নিজেদের নাম লেখাল প্রােটিয়ারা।

Advertisement

Advertisement