• facebook
  • twitter
Friday, 13 September, 2024

ক্রোয়েশিয়ার বিশ্বকাপার স্টিম্যাক ভারতের হেড কোচ হলেন

ভারতের সিনিয়র জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার এবং কোচ ইগর স্টিম্যাক। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি হেড কোচের জন্য তাঁর নামই সুপারিশ করেছেন।

ইগর স্টিম্যাক

ভারতের সিনিয়র জাতীয় ফুটবল দলের কোচ হচ্ছেন ক্রোয়েশিয়ার প্রাক্তন বিশ্বকাপার এবং কোচ ইগর স্টিম্যাক। বৃহস্পতিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি হেড কোচের জন্য তাঁর নামই সুপারিশ করেছেন।

বর্তমানে ৫১ বছর বয়সী স্টিম্যাক ১৯৯৮ সালে বিশ্বকাপ ফুটবলে তৃতীয় স্থান পাওয়া ক্রোয়েশিয়া দলের সদস্য ছিলেন। বৃহস্পতিবার শ্যাম থাপার নেতৃত্বে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ অ্যালবার্ট রোকা সমেত মােট চারজনের সাক্ষাৎকার নেওয়ার পর স্টিম্যাকের নামই সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে।

শ্যাম থাপা বলেছেন, ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির কাছে স্টিম্যাকের নাম সুপারিশ করার কারণ আমাদের মনে হয়েছে চারজন কোচের মধ্যে ভারতের কোচ হওয়ার পক্ষে তিনিই সবচেয়ে উপযুক্ত।

সম্ভবত আগামী শনিবার ফেরেশন সরকারিভাবে ভারতের হেড কোচ হিসেবে স্টিম্যাকের নাম ঘােষণা করবে।

বৃহস্পতিবারের সাক্ষাৎকারে একমাত্র স্টিম্যাকই ব্যক্তিগতভাবে টেকনিক্যাল কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন। অন্য তিনজন দক্ষিণ কোরিয়ার লি মিন সুং, স্পেনের তথা বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ অ্যালবার্ট রোকা এবং সুইডেনের হাকান এরিকসন প্রত্যেকেই স্কাইপের মাধ্যমে সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবারের এই সাক্ষাৎকারে ভারতের নতুন টেকনিক্যাল ডিরেক্টর ডােরু ইসাকু ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন।