• facebook
  • twitter
Tuesday, 20 January, 2026

আইএফএ সহ-সভাপতির পদত্যাগ

তিনি সংবাদ মাধ্যমের জানিয়েছিলেন বেঙ্গল সুপার লিগে যে খেলা চলছে তার পিছনে একটা ফিক্সিং চক্র খেলা করছে।

প্রতীকী চিত্র

আইএফএ’র কর্মকান্ডের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পদত্যাগ ঘোষণা করলেন সহ সভাপতি সৌরভ পাল। কয়েকদিন আগেই গভর্নিং বদির সভায় সচিব অনির্বাণ দত্তের সঙ্গে বাগবিতণ্ডা করে বেরিয়ে এসেছিলেন। তারপরে তিনি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেছিলেন আইএফএর কাজকর্ম যেভাবে চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সচিব সেভাবে পদাধিকারীদের সঙ্গে কথা বলেন না।

শুধু তাই নয়, তিনি সংবাদ মাধ্যমের জানিয়েছিলেন বেঙ্গল সুপার লিগে যে খেলা চলছে তার পিছনে একটা ফিক্সিং চক্র খেলা করছে। তারপরেই তিনি ময়দান সাথীর উদ্যোগে কলকাতা ফুটবল লিগের ম্যাচ ফিক্সিং ও বেটিং-এর বিরুদ্ধেও সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে সোচ্চার হন।

Advertisement

তিনি সহ সভাপতি হিসেবে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন আইএফএ দফতরে। ময়দান সাথীর পক্ষে সৌরভ পাল,রবীন ঘোষ,বেলাল খান ও স্বরুপ বিশ্বাস এবং প্রাক্তন ফুটবলার অনীত ঘোষ,নাসিম আখতার,প্রশান্ত চক্রবর্তী,সুপ্রিয় দাশগুপ্ত ও রঞ্জন চৌধুরি উপস্হিত ছিলেন।

Advertisement

প্রসঙ্গতঃ কলকাতা প্রিমিয়ার লিগ শেষ হতেই ম্যাচ ফিক্সিং নিয়ে ময়দান তোলপাড় হয়।খিদিরপুর ক্লাবের ফুটবল কর্তা ও আরও ৫জন তার সহযোগীদের পুলিশ ম্যাচ ফিক্সিং কান্ডে গ্রেফতার করে। ময়দান সাথীর পক্ষে থেকে এই ম্যাচ ফিক্সিং কান্ডে খোদ স্পনসর শ্রাচী স্পোর্টসের বিরুদ্ধেও যথাযথ তদন্তের দাবী তোলা হয়েছে।

Advertisement