• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইএফএ শিল্ডের উদ্বোধন কল্যাণীতে, প্রস্তুতি ম্যাচে ড্র ইস্টবেঙ্গলের

আইএফএ-র পক্ষ থেকে এই ম্যাচটি কিশোরভারতী স্টেডিয়ামে আয়োজন করার চেষ্টা করা হলেও শেষমুহূর্তে সরকারি অনুমতি না মেলায় তা সম্ভব হচ্ছে না।

প্রতীকী চিত্র

দীর্ঘ তিনবছর বাদে বুধবার থেকে ফের শুরু হতে চলেছে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ২৯ বারের শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আইলিগের অন্যতম দল শ্রীনিধি ডেকান এফসি।

আইএফএ-র পক্ষ থেকে এই ম্যাচটি কিশোরভারতী স্টেডিয়ামে আয়োজন করার চেষ্টা করা হলেও শেষমুহূর্তে সরকারি অনুমতি না মেলায় তা সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে, আগামী ৯ তারিখের আগে কোনওভাবেই যাদবপুরের এই স্টেডিয়ামটি পাওয়া সম্ভব নয়। তাই কিছুটা বাধ্য হয়েই কল্যাণীতে এই ম্যাচটি আয়োজন করতে চলেছে তারা।

Advertisement

এর ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে আইএফএ’র পেশাদারিত্ব নিয়ে। শিল্ডের মতো অন্যতম ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট শুরুর মাত্র দুদিন আগে ম্যাচটি হঠাৎ জেলার স্টেডিয়ামে স্থানান্তরিত করার এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলেও ক্ষোভ রয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্টের। মুখে কিছু না বললেও, মাঠের অবস্থা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা।

Advertisement

আসলে, জেলার এই স্টেডিয়ামে দীর্ঘদিন তেমন কোনও বড় টুর্নামেন্টের ম্যাচ হয় না । তার ওপর এই টুর্নামেন্টে মূলত সিনিয়র দল খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ফলে, শিল্ডের ম্যাচ খেলতে গিয়ে কোনও বড় চোট আঘাত হলে দলের সমস্যা আরও বাড়বে। কারণ, এরপরেই রয়েছে সুপার কাপ। আর অস্কারের এই চিন্তা খুব একটা অমূলক নয়।

কল্যাণী স্টেডিয়ামে লিগের ডার্বিতে জেসিন-সায়ন সহ দুই দলেরই বেশকিছু খেলোয়াড়কে চোটের কবলে পড়তে হয়েছিল। ম্যাচ শেষে যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। শুধু কোচ বা ম্যানেজমেন্ট নয়, এই ম্যাচটি জেলার স্টেডিয়ামে স্থানান্তরিত করায় যথেষ্ট ক্ষুব্ধ লাল-হলুদ সমর্থকরাও। সপ্তাহের মাঝপথে কাজের দিনে প্রিয় দলের খেলা দেখতে জেলার এই স্টেডিয়ামে সময়মতো পৌঁছানো যথেষ্ট চিন্তিত তাঁরা। হতাশার সুরে অনেকেই বলছেন ইচ্ছা থাকলেও হয়তো প্রথম ম্যাচ দেখতে মাঠে যাওয়া সম্ভব হবে না।

যদিও, আইএফএ যথেষ্ট আশাবাদী, লিগের ডার্বি ম্যাচের মতোই এই ম্যাচেও স্টেডিয়ামে যথেষ্ট পরিমাণ দর্শক উপস্থিত থাকবে। সেই জন্য, তাদের পক্ষ থেকে এই ম্যাচে ‘ফ্রি এন্ট্রি’র ব্যবস্থা করা হয়েছে।

তবে, শুধু এই ম্যাচটিই নয় ফাইনাল বাদে বাকি সব ম্যাচেই দর্শকদের জন্য এই ‘ফ্রি এন্ট্রি’ ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে, ক্লাবগুলিকে কিছু পাস দেওয়া হবে তাদের সদস্যদের জন্য। পাশাপাশি, আইএফএ’র পক্ষ থেকে আরও বলা হয়েছে, উদ্বোধনী ম্যাচ বাদে দুই প্রধানের বাকি ম্যাচগুলি কলকাতাতেই আয়োজন করা হবে।
এদিকে জানা গিয়েছে, আইএফএ শিল্ডের জন্য আলাদা করে কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান করা হবে না। বুধবার এই ম্যাচের জন্য কল্যানী স্টেডিয়ামে সংসদ পার্থ ভৌমিক ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাক বাজিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। আইএফএ’র এই সাদামাটা উদ্বোধনের ভাবনাতেও উঠছে প্রশ্ন। শুধুমাত্র কি নিজেদের দায় সারতেই এই টুর্নামেন্ট আয়োজন করছে আইএফএ? নাহলে, যেখানে কলকাতা লিগের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছিল, সেখানে কেন এতটা নিষ্প্রাণ উদ্বোধন হবে শিল্ডের ?

শিল্ডের প্রথম ম্যাচে নামার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল। সেই লক্ষ্যে রবিবার রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে অস্কার ব্রুজো ব্রিগেড। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মিগুয়েলের কর্নারে মাথা ছুঁইয়ে গোল করে প্রথমে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন হামিদ। পরে সেই গোলটি শোধ করেন জেসিন টি কে। মিগুয়েলের একটি গোল বাতিল করা হয়। জাতীয় শিবিরে থাকার জন্য ইস্টবেঙ্গল পাবে না আনোয়ার ও মহেশকে। তাই, এই ম্যাচে সিবিলের সঙ্গে রক্ষণে মার্তন্ড রায়না ও লালচুংনুঙ্গাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন কোচ অস্কার।

এছাড়াও, চোটের জন্য এই ম্যাচে খেলেননি গোলরক্ষক প্রভসুখান গিল। তবে, শিল্ডের জন্য এখনও কোনও খেলোয়াড় নথিভুক্ত করায়নি ইস্টবেঙ্গল।

আইএফএ’র নতুন নিয়মে ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত খেলোয়াড় নথিভুক্ত করানো যাবে। এদিকে জানা যাচ্ছে, অসমের দুলিয়াজানে অনুষ্ঠিত অষ্টম অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ইস্ট বেঙ্গল এফসি। আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ইস্টবেঙ্গল ছাড়াও আইএসএলের দল নর্থইস্ট ইউনাইটেড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

Advertisement