• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

টেস্টে পয়েন্টের নিয়মে বড় বদল আনতে চলেছে আইসিসি

এই বিষয়ে আইসিসির এক আধিকারিক বলেন, 'এমনটা হলে তো ভালোই। দলগুলি ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা প্রত্যেকেই তো চাই ভালো খেলা দেখতে।'

ফাইল চিত্র

টেস্টে পয়েন্টের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে আইসিসি। আইসিসি তাদের বোর্ড মিটিংয়ে সামনের এপ্রিলেই এ ব্যাপারে আলোচনা করতে চলেছে। সেই সঙ্গে নতুন বোনাস পয়েন্টের নিয়ম নিয়েও আলোকপাত করা হবে বৈঠকে। এমন নিয়ম চালু হলে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কলে (২০২৫-২৭) প্রভাব পড়বেই।

এক্ষেত্রে বড় ব্যবধানে টেস্ট জিতলেই বাড়তি সুবিধা পাবে বিজয়ী দল। এমনিতে সবচেয়ে কম ব্যবধানে বা ইনিংসে জয়ী দল পায় ১২ পয়েন্ট। টাই হলে ৬ পয়েন্ট এবং ড্র-য়ে হাসিল হয় ৪ পয়েন্ট।

তবে সূত্রের খবর অনুযায়ী, ১০০ রান বা তার চেয়ে বেশি রানের ব্যবধানে জয়ী দলকে বোনাস পয়েন্ট দেওয়ার কথা ভাবছে আইসিসি। কোনও দল যদি অন্য টিমকে হোয়াইটওয়াশও করে, তখন তাকেও দেওয়া হতে পারে অতিরিক্ত পয়েন্ট। অ্যাওয়ে সিরিজ জিতলেও নাকি দেওয়া হতে পারে বোনাস পয়েন্ট। এই বিষয়ে আইসিসির এক আধিকারিক বলেন, ‘এমনটা হলে তো ভালোই। দলগুলি ভালো ফলাফলের জন্য মুখিয়ে থাকবে। আমরা প্রত্যেকেই তো চাই ভালো খেলা দেখতে।’

প্রসঙ্গত এই বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে। ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। ভারতীয় দলের কাছে এটা অ্যাওয়ে সিরিজ।