চিন্তায় আইসিসি

হার্দিক পান্ডিয়া বেশ কিছু এমন শট খেললেন শুক্রবার যা অবাক করে দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। আইসিসি তো ভেবেই পাচ্ছে না হার্দিকের একটি শটের কী নাম দেওয়া উচিত।

Written by SNS Ahmedabad | March 14, 2021 11:14 pm

হার্দিক পান্ডিয়া (Photo: Twitter | @ICC)

প্রথম ম্যাচটার কথা প্রায় ভুলে যেতে চাইছেন ভারতীয় ক্রিকেটাররা ও সমর্থকরা। কিন্তু ওই ম্যাচটাকে ভুলে গেলে কি করে হবে? কারণ এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছিল ম্যাচে সেখানে সেগুলাে দেখতে গেলে এই ম্যাচটার কথা তাে মাথাতেই রাখতে হবে। 

তবে হার্দিক পান্ডিয়া বেশ কিছু এমন শট খেললেন শুক্রবার যা অবাক করে দিয়েছে গােটা ক্রিকেট বিশ্বকে। আইসিসি তাে ভেবেই পাচ্ছে না হার্দিকের একটি শটের কী নাম দেওয়া উচিত। 

টুইট করে ক্রিকেটভক্তদের কাছে এই শটের নাম জানতে চেয়েছে। বেন স্টোক্সের বলে হার্দিক অদ্ভুত কায়দায় উইকেটের পিছন দিকে বল মারেন। প্রায় মাটির কাছাকাছি শরীর বেঁকিয়ে দিয়েছিলেন তিনি। সেই অবস্থায় ব্যাটে বল লাগিয়ে চার মারেন তিনি।

কী নাম হওয়া উচিত এমন শটের? যা নিয়ে রীতিমতন। চিন্তায় পড়ে গিয়েছে আইসিসি। আইসিসির করা প্রশ্নের উত্তরে কেউ লছেন, প্যারালাল গ্রাউন্ড শট অর্থাৎ মাটির সঙ্গে সমান্তরাল শট। কেউ বলছেন আবার ‘পান্ডু স্কুপ’।