• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

‘হিটম্যান’ রোহিতের ব্যর্থতায় কটাক্ষের বন্যা

ভারতের মাটিতে সফররত ইংল্যান্ড দলের সঙ্গে ভারতের একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারত ও ইংল্যান্ডের মধ্যে একদিনের ক্রিকেটে বলের রং বদলে গেল। আবার ভারতীয় দলের জার্সির রংও বদলে গিয়েছে। কিন্তু ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ব্যাট কিন্তু বদলালো না। সেই অর্থে গতবছর বিশ্বকাপ ক্রিকেটেও অধিনায়ক রোহিত শর্মা নিজেকে প্রকাশ করতে ব্যর্থ হয়েছিলেন। তারপরে অস্ট্রেলিয়া সফরেও রোহিত শর্মার ব্যাট থেকে সেইভাবে রান আসেনি। অবশ্য প্রথম ও শেষ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার হাতে অধিনায়কের ব্যাটনটা ছিল না। শুধু ব্যাটনটাই ছিল, তাই নয়, তিনি খেলেননি। অর্থাৎ তিনটি টেস্টে তাঁর ব্যাট থেকে রানই আসেনি। তিনি একেবারে অফ ফর্মে ছিলেন। যার ফলে তখন থেকেই একটা গুঞ্জন শোনা গিয়েছিল, হয়তো রোহিত শর্মা আর ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন না। অবসর নিয়ে তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু ভারতীয় ক্রিকেট সংস্থার নির্বাচকরা রোহিত শর্মাকে এখনই অধিনায়কের পদ থেকে সরাতে চাননি। যার ফলে ভারতের মাটিতে সফররত ইংল্যান্ড দলের সঙ্গে ভারতের একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে।

এখানে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ‘হিটম্যান’ রোহিত শর্মার কাছ থেকে ভারতীয় দলের স্কোর বোর্ডে মাত্র ২ রান দেখা গেল। তিনি খেললেন সাতটি বল। এমনকি রঞ্জি ট্রফি ক্রিকেটেও মুম্বই দলের হয়ে খেলতে নেমেও ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। সেই ব্যর্থতাই রোহিত শর্মাকে ঘিরে রেখে দিয়েছিল। রোহিতের ব্যাট থেকে রান না আসায় ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁর সমালোচনায় রাতারাতি আবার মুখর হয়ে উঠেছেন। প্রত্যেকেই বলতে শুরু করেছেন, রোহিত শর্মাকে আর খেলার প্রয়োজন নেই। এমনকি তির্যকভাবে সমালোচনা করে অনেকেই সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করতে ছাড়েননি রোহিত শর্মাকে।

অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকর ট্রফিতে ৩টি টেস্টে করেছিলেন মোট ৩১ রান। বোর্ডের নির্দেশে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। সেখানেও রেহাই মেলেনি। দুই ইনিংস মিলিয়ে করেছেন মোট ৩১ রান। আশা করা গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে চেনা ফর্মে ফিরবেন। সেটাই হল না। মাত্র ৭ বলে ২ রান করে ফিরলেন। ফ্লিক করতে গিয়ে ব্যাটের কোনায় লেগে ক্যাচ উঠে যায়। একেবারেই ছন্দে দেখায়নি তাঁকে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট শুরু হচ্ছে। প্রথম ম্যাচেই ভারতকে খেলতে হবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেই ভারতের খেলা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। অবশ্য ভারতীয় দল খেলবে দুবাইতে। ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী একদিনের ম্যাচগুলিতে রোহিত শর্মা যদি ভালো রান করতে না পারেন, সেক্ষেত্রে নির্বাচকরা নতুন করে ভাবনা শুরু করে দেবেন। কেন রোহিত শর্মা ফর্মে ফিরতে পারছেন না, তার কারণ খুঁজতে হবে। রোহিত শর্মা কি আবার ফর্মে ফিরে এসে ‘হিটম্যান’ হিসেবে গ্যালারিতে ঝড় তুলবেন? সেই অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।