• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পন্থকে আউট করা নিয়ে বিতর্কিত উল্লাসের জবাব দিলেন হেড

পন্থের উইকেট নেওয়ার পর বাঁ হাতের দুই আঙুল দিয়ে তৈরি বৃত্তের মধ্যে ডান হাতের একটি আঙুল ঢোকানোর মতো ইঙ্গিত করেন হেড। এ ভাবে উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

ফাইল চিত্র

ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচের পরে আনন্দে উদ্বেল হয়ে উঠেছিলেন প্যাট কামিন্সরা। ভারতের ঋষভ পন্থকে আউট করে এক অদ্ভুত কায়দায় উল্লাস করেছিলেন ট্রেভিস হেড। তা নিয়ে বিতর্ক হয়েছিল। কে ওই ভাবে উল্লাস করেছিলেন তিনি? তার কারণ জানালেন হেড।

ঋষভ পন্থের শট বাউন্ডারির কাছে মিচেল মার্শ তালুবন্দি করার পরেই দেখা যায় ট্রেভিস হেডের উল্লাস। দু’হাতের আঙুলের মুদ্রায় সতীর্থদের বিশেষ ইঙ্গিত করেছিলেন হেড। তাঁর উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে ক্রিকেট মহলে শুরু হয় আলোচনা। বিতর্কও দেখা দেয়। সেই উল্লাস নিয়ে মুখ খুলেছেন হেড। কেন ওই রকম ভাবে উল্লাস করেছেন তার কারণ জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

Advertisement

পন্থের উইকেট নেওয়ার পর বাঁ হাতের দুই আঙুল দিয়ে তৈরি বৃত্তের মধ্যে ডান হাতের একটি আঙুল ঢোকানোর মতো ইঙ্গিত করেন হেড। এ ভাবে উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। হেড বলেন, “ওটা হল বরফের মধ্যে আঙুল ঢোকানো। শ্রীলঙ্কাতে ওই ভাবে উল্লাস করা শুরু করেছিলাম। বরফের মধ্যে আঙুল কিছু ক্ষণ ঢুকিয়ে রেখে পরের উইকেট নেওয়ার চেষ্টা করতাম।” মেলবোর্নে যে তিনি বল করবেন তা ভাবতে পারেননি হেড। সেই জন্য কিছুটা অবাকও হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, “আমি ভাবতে পারিনি বল করব। ভেবেছিলাম, আবার শ্রীলঙ্কাতেই হাতে বল পাব। কিন্তু অধিনায়ক আমার উপর ভরসা রেখেছে। সেটা কাজে লেগেছে।

Advertisement

Advertisement