• facebook
  • twitter
Friday, 5 December, 2025

টেস্ট ক্রিকেটে প্রথম আফগান ক্রিকেটার হাসমাতুল্লার দ্বিশতরান

প্রথম আফগান ক্রিকেটার হিসাবে তিনি টেস্ট ক্রিকেটে দ্বি-শতরান করে ফেললেন। পাশাপাশি দলের অধিনায়ক আসগর আফগান ১৬৪ রানের ইনিংস খেলে।

প্রতিকি ছবি (Photo: iStock)

প্রথম টেস্টে জিম্বাবােয়ের কাছে লজ্জাজনকভাবে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল আফগানিস্তান দল। শেষ টেস্টে খেলতে নেমে বৃহস্পতিবার অনন্য নজির গড়ে ফেললেন হাসমাতুল্লা শাহিদি। প্রথম আফগান ক্রিকেটার হিসাবে তিনি টেস্ট ক্রিকেটে দ্বি-শতরান করে ফেললেন।

পাশাপাশি দলের অধিনায়ক আসগর আফগান ১৬৪ রানের ইনিংস খেলে। মাত্র ছয়টি টেস্ট খেলতে নামা আফগানিস্তান দল জিম্বাবােয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে চার উইকেটে ৫৪০ রান তুলে ইনিংসে ডিক্লেয়ার ঘােষণা করে।

Advertisement

বলে রাখা ভালাে টেস্ট ইতিহাসে আপাতত আফগানিস্তানের এটা সর্বোচ্চ রান। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ৩৪২ রান তুলেছিল আফগানিস্তান, এবং এই ম্যাচে জিতে প্রথম টেস্ট জয় করেছিল আফগান ক্রিকেটাররা।

Advertisement

হাসমাতুল্লা শাহিদি ৪৪৩ বল খেলে একুশটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২০০ রান তুলে অপরাজিত থাকেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষে জিম্বাববায়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বিনা উইকেট হারিয়ে ৫০ তুলে, আপাতত ইনিংসে পিছিয়ে রয়েছে ৪৯৫ রানে।

Advertisement