ইউরাে কাপের ফাইনালে উঠেও খেতাব জয় করা হয়নি। মনে সেই দুঃখটা এখনও রয়ে গেছে, যা ভােলার নয়। তবে এবার ইংলিশ প্রিমিয়র লিগে খেলতে নামার আগে প্রস্তুতির জন্য শুক্রবার টটেনহ্যাম দলের সঙ্গে যােগ দিলেন হ্যারি কেন।
প্রথম খেলায় ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কেনের খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে ক্লাবের তরক্ষ থেকে জানানাে হয়েছে টটেনহ্যামের ম্যানেজার নুনাে বলেন, কেন নিজেকে প্রস্তুত করছেন।
Advertisement
এখনও হ্যারি কেন ম্যান সিটির সঙ্গে খেলতে নামবেন কিনা তার ফাইনাল সিদ্ধান্ত আমরা নিই নি। খেলতে নামার আগে এখনও আমরা একদিন হাতে সময় পাচ্ছি প্র্যাকটিস সেশনের।
Advertisement
সেখানেই আমরা সিদ্ধান্ত নেব কেন প্রথম ম্যাচে ম্যান সিটির বিরুদ্ধে মাঠে নামবেন কিনা এ ব্যাপারে। অতীতে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে নারাজ। এখন আমাদের লক্ষ্যটা পুরােপুরি স্থির।
Advertisement



