• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

মিতালিদের হারিয়ে চ্যাম্পিয়ন কাউরের সুপারনোভাস

শেষ বলের থ্রিলারে মহিলাদের টি টোয়েন্টি ফাইনালে মিতালির ভেলােসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হরমনপ্রীতের সুপারনােভাস।

হরমনপ্রীত কাউর (Photo: IANS)

শেষ বলের থ্রিলারে মহিলাদের টি টোয়েন্টি ফাইনালে মিতালির ভেলােসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হরমনপ্রীতের সুপারনােভাস। প্রথমে ব্যাট করে মিতালিরা রান তােলে ছয় উইকেটে ১২১ রান। রান তাড়া করতে নেমে হরমনপ্রীতের একান্ন রানে ভর করে সুপারনোভাস রান তুলে নেয় ছয় উইকেটে ১২৫।

প্লেয়ার অফ দ্য ম্যাচ হরমনপ্রীত। প্রতিযােগিতার সেরা রডরিগেজ। মেয়েদের ফাইনাল খেলা দেখার জন্য এদিন স্টেডিয়ামে অনেক মহিলা সমর্থকের যেমন আগমন ঘটেছিল, ঠিক তেমনই মেয়েদের পাশাপাশি পুরুষ সমর্থকও উপস্থিত হয়েছিলেন মিতালি ও হরমনপ্রীতদের সমর্থন করার জন্য। তাঁরা স্টেডিয়ামে উপস্থিত হয়ে যে খারাপ খেলা দেখল তা বলাটা ভুল হবে। প্রথমে যেমন দেখল সুপারনােভাস দলের বােলারদের আক্ৰমণ ঠিক তেমনই শেষদিকে দেখল পাল্টা আক্রমণে ভেলােসিটির ব্যাটসম্যানদের কামব্যাক।

টি টোয়েন্টি খেলার ফাইনালে যেমন উত্তেজনা থাকে সেরকমই দেখা গেল। ভাবে, ফাইনালে যে এটা খুব একটা রান সেটা কখনােই বলা যাবে না। কারণ ছেলেদের খেলাতেও এরকমইরান উঠতে দেখা গিয়েছে ফাইনালের আসরে।

টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ভেলােসিটি সেভাবে শুরুটাই করতে পারেনি। মাত্র সায়ত্রিশ রানের মধ্যে পাঁচটি উইকেট হারিয়ে নেলে রীতিমতন চাপের মধ্যে পড়ে গিয়েছিল। অধিনায়ক মিতালি রাজের ব্যাট থেকেও সেরকম আশাদায়ক পারফরমেন্স দেখা যায়নি। একটা সময় খেলা দেখে মনে হচ্ছিল ভেলােসিটি একশাে রানের গন্ডি টপকাতে পারবে না।

কিন্তু, শেষদিকে সুষমার অপরাজিত বত্রিশ বলে চল্লিশ রান এবং অ্যামেলিয়ার ৩৮ বলে ৩৬ রানের উপর ভর করে ভেলােসিটি ছয় উইকেট হারিয়ে ১২১ রান তােলে। সুপারনােভাস দলের হয়ে তাহুমু দুটি উইকেট সংগ্রহ করেন। ১২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সুপারনােভাস দল ছয় উইকেট হারিয়ে ১২৫ রান করে ম্যাচ জিতে যায়।