প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

আন্তর্জাতিক অলিম্পিক দিবসের শুরুতেই প্রধানমন্ত্রী সম্মান জানান সেইসব ভারতীয় অলিম্পিয়ানদের যাঁরা দেশের সম্মানকে বিদেশের মাটিতে শিখরে পৌঁছেছেন।

Written by SNS New Delhi | June 24, 2021 11:50 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: Twitter/@BJP4India)

হাতে গােনা আর কয়েকটা দিন বাকি, তার আগে বুধবার ‘অলিম্পিক দিবস’এর দিন আসন্ন টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতি ভারতীয় অ্যাথলিটদের আগাম শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আর কয়েকটা সপ্তাহ বাকি, টোকিও অলিম্পিকের শুরু হতে। সকল অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের আমি আগাম শুভেচ্ছা জানাই। যাঁরা অংশগ্রহণ করেছেন এই অলিম্পিকের আসরে তারা প্রত্যেকেই ফিট এবং নিজের সেরা খেলাটা মেলে ধরার জন্য প্রস্তুত রয়েছেন। আর তােমাদের হাত ধরেই দেশের সম্মান আরও উচুতে পৌছাবে। তােমাদের সকলের দিকে আমাদের গােটা দেশবাসী তাকিয়ে রয়েছে। তােমাদের সাফল্যেই আমরা গর্বিত,’ এমন কথাই বলেন প্রধানমন্ত্রী। 

আন্তর্জাতিক অলিম্পিক দিবসের শুরুতেই প্রধানমন্ত্রী সম্মান জানান সেইসব ভারতীয় অলিম্পিয়ানদের যাঁরা দেশের সম্মানকে বিদেশের মাটিতে শিখরে পৌঁছেছেন।