আফ্রিকা নেশনস কাপের ফাইনালে পরাজিত হওয়ার পর কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেও স্যাডিও ম্যানের দেশের কাছে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হল মো সালাহ’র দেশ ইজিপ্টের।
বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে বাজিমাত করে সেনেগাল। এবং সরাসরি কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে যায়।
Advertisement
তবে ম্যাচ শেষ হওয়ার পরই ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ আনা হয় তাদের দেশের খেলোয়াড়দের বিরুদ্ধে ঘরের দলের সমর্থকরা জঘন্য ব্যবহার করেছে মাঠের মধ্যে থেকে।
Advertisement
এমন কি মো সালাহ যখন পেনাল্টি শট মারতে যান, তখন দর্শকাসন থেকে তাঁদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোখে সবুজ লেজার আলো মারা হয়।
যাতে মো সালাহ শটটি মিস করেন। আর মো সালাহ সেই শটটিও মিস করেন। পাশাপাশি বর্ণবিদ্বেষের অভিযোগও তোলা হয়েছে।
এছাড়া ইজিপ্ট ফুটবল দলের বাসের ওপর আক্রমণ চালানো হয়েছিল। এবং ইজিপ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয় ইনস্টাগ্রামে।
যেখানে দেখা গিয়েছে ইজিপ্ট দলের ফুটবলারদের বাসের একটি জানলার কাঁচ ভেঙে গিয়েছে আক্রমণকারীদের আক্রমণে।
তবে ইতিমধ্যে এই ব্যাপারটা নিয়ে তদন্ত করা হবে। এবং তারপর এই ব্যাপারটা নিয়ে তদন্ত করা হবে।
তারপর যদি দোষ প্রমাণিত হয় তাহলে আগামীদিনে এর বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে।
Advertisement



