• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

‘ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন’:মোদী 

আমেরিকা সফরে গিয়ে নিউইয়র্কের নাসাউ কলোসিয়ামে সোমবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি এদিন বলেন, 'কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক্স শেষ হয়েছে।  খুব শীঘ্রই ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন।'  তিনি বলেন, 'ভারত বড় স্বপ্ন দেখে। বড় স্বপ্নের লক্ষ্যে দৌড়োয়। কয়েক দিন আগেই প্যারিসে অলিম্পিক হয়েছে। পরের অলিম্পিক আমেরিকায়। খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে অলিম্পিক দেখবে বিশ্ব।' 

শীঘ্রই দেশের মানুষ ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর সাক্ষী থাকবেন।  তিনদিনের জন্য আমেরিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিউ ইয়র্কে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি জানান, আগামী ২০৩৬ অলিম্পিক্স-এর আয়োজন যাতে ভারতে করা যায় তার জন্য সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ভারত। 

আমেরিকা সফরে গিয়ে নিউইয়র্কের নাসাউ কলোসিয়ামে সোমবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি এদিন বলেন, ‘কিছুদিন আগেই প্যারিস অলিম্পিক্স শেষ হয়েছে।  খুব শীঘ্রই ভারতের মাটিতেও অলিম্পিক্স দেখার জন্য প্রস্তুত হন।’  তিনি বলেন, ‘ভারত বড় স্বপ্ন দেখে। বড় স্বপ্নের লক্ষ্যে দৌড়োয়। কয়েক দিন আগেই প্যারিসে অলিম্পিক হয়েছে। পরের অলিম্পিক আমেরিকায়। খুব তাড়াতাড়ি ভারতের মাটিতে অলিম্পিক দেখবে বিশ্ব।’ 

ভারতের মাটিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজনের ব্যাপারে আগেও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে ভারতে অলিম্পিক্স অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর সেই ইঙ্গিত তিনি আগেও দিয়েছেন। ৭৮ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণের সময়ে এই ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।  সোমবার নিউইয়র্কেও মোদী বলেন, ‘ ভারত এখন সুযোগের অপেক্ষা করে না। ভারত এখন সুযোগ তৈরী করে।’ এরপরেই প্রধানমন্ত্র মোদী বলেন, ‘খুব তাড়াতাড়ি আমরা দেশের মাটিতেও অলিম্পিক্স-এর আসর দেখব।২০৩৬-এর অলিম্পিক্সের জন্য আমরা সব্রকমভাবে প্রচেষ্টা চালাচ্ছি।’     

এদিন মোদির  কথায় উঠে আসে আইপিএলের জনপ্রিয়তার কথাও। মোদি বলেন, ‘আজ আইপিএল বিশ্বের দশটি সেরা লিগের মধ্যে অন্যতম।’ তিনি বলেন,  বর্তমান সরকার ক্রীড়াবিদদের যথেষ্ট গুরুত্ব দেয়। ক্রীড়া সংস্কৃতি  গড়ে তোলার পথে এখন ভারত এগিয়ে চলেছে। 

প্যারিস অলিম্পিক্স থেকে ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। এগুলির মধ্যে একটি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। এরপর প্যারালিম্পিকে আরও অনেক প্রতিভার প্রমান দিয়েছে ভারত। ৭টি সোনাসহ জিতেছে ২৯টি পদক। ২০২৮-র অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে, তারপর ২০৩২-এ অস্ট্রেলিয়ায়। মোদীর স্বপ্ন ২০৩৬-এর অলিম্পিক্স হবে ভারতে। এদিন তিনি বলেন, ‘সেই লক্ষ্যেই আমরা প্রস্তুত হচ্ছি।’